bccnews24.com-iqubal

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুনঃ ভারতীয় সেনাবাহিনী প্রধান জেনারেল দলবীর সিং, পিভিএসএম, ইউওয়াইএসএম,এভিএসএম, ভিএসএম, এডিসি সোমবার সেনাবাহিনী সদর দপ্তরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাতকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় ছাড়াও দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান প্রশিক্ষণ ও পেশাগত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।ভারতীয় সেনাবাহিনী প্রধান এর আগে ঢাকা সেনানিবাসস্থ শিখা অনির্বাণে পু¯পস—বক অর্পণের মাধ্যমে বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে শাহাদত বরণকারী সশস্ত্র বাহিনীর বীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সেনাকুঞ্জে তাঁকে সেনাবাহিনীর একটি চৌকস দল ’গার্ড অব অনার’ প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও সালাম গহণ করেন। তিনি এখানে একটি গাছের চারাও রোপন করেন।

উল্লেখ্য, জেনারেল দলবীর সিং এর নেতৃত্বে ৪ সদস্যের একটি দল ২ দিনের রাষ্ট্রীয় সফরে বিকেল ৫টায় বিশেষ বিমানে বঙ্গবন্ধু বেইজ কুর্মিটোলা, ঢাকায় আগমন করেন। তাকে অভ্যর্থনা জানান এ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী মেজর জেনারেল মোঃ মাহফুজুর রহমান।সফরকালে তিনি ও তাঁর সফর সঙ্গীগণ চট্টগ্রামের ভাটিয়ারিতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে আগামিকাল (১৬ জুন ২০১৫ তারিখে) অনুষ্ঠিতব্য ৭২তম বিএমএ দীর্ঘ মেয়াদি কোর্স এবং ৪৩তম বিএমএ স্পেশাল কোর্সের ক্যাডেটদের রাষ্ট্রপতি কুচকাওয়াজ পরিদর্শন করবেন এবং তিনি একই তারিখে ঢাকা ত্যাগ করবেন।