itw3dtd4

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুনঃ আদালতের নিষেধাজ্ঞা অগ্রাহ্য করে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেছেন সুদানের প্রেসিডেন্ট ওমর আল-বশির। আল-বশির সোমবার বিমানযোগে দক্ষিণ আফ্রিকা ত্যাগ করেন।আফ্রিকান ইউনিয়নের একটি শীর্ষ বৈঠকের যোগ দেবার জন্য আল-বশির দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গিয়েছিলেন।সে সময় দক্ষিণ আফ্রিকার একটি আদালত তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালতের হাতে তুলে দেয়া হবে কি না’ – এমন একটি আবেদনের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত আল-বশির জোহানেসবার্গ ছাড়তে পারবেন না মর্মে আদেশ জারি করেন।দি হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত বেশ কয়েক বছর আগেই আল-বশিরকে গণহত্যা ও যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত করে। আজই জোহানেসবার্হের ওই আদালতে এ নিয়ে শুনানি চলছিল।সুদানের কর্মকর্তারা আগেই বলেছিলেন যে আল-বশির নির্ধারিত সময় অনুযায়ীই জোহানেসবার্গ ছাড়বেন।