দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুন: অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন,তৈরি পোশাক ক্রেতাদের জোট অ্যাকর্ড অন ফায়ার অ্যান্ড বিল্ডিং সেফটি ইন বাংলাদেশ ও অ্যালয়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার্স সেফটি’ এখন গলার ফাঁস হয়েছে। এটাকে থামাতে হবে বলেও মন্তব্য করেন তিনি। সোমবার সচিবালয়ে বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন’-এর নেতাদের সঙ্গে মত বিনিময়কালে এ কথা বলেন মুহিত। সোমবার সচিবালয়ে তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএয়ের সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করে বেশ কিছু দাবি-দাওয়া তুলে ধরেন- বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমএয়ের নেতারা।
অর্থমন্ত্রী বলেন, ডান্ডা মেরে ঠাণ্ডা করে দেওয়ার মতো; তৈরি পোশাক শিল্পে আমরা এগিয়ে যাচ্ছিলাম, এটা যেন না হয় তাই এই উদ্যোগ। অযাচিত হস্তক্ষেপ তারা কোনোভাবেই করতে পারেন না। এদের থামাতে হবে। এর আগে অর্থমন্ত্রীর কাছে ব্যবসায়ী নেতারা অ্যাকর্ড-অ্যালায়েন্সের বাড়াবাড়ি’র বিভিন্ন চিত্র তুলে ধরেন। তৈরি পোশাক শিল্পে বাংলাদেশের অগ্রগতিতে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে এ খাতের আন্তর্জাতিক ক্রেতা সংস্থাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স, শিগগিরই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে এ বিষয়ে আলোচনা করা হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বাজেট পাসের আগে উৎসে কর দশমিক তিন শূন্য শতাংশে ফিরিয়ে আনা, ১০% হ্রাসকৃত হারে করারোপের মেয়াদ ৫ বছর বাড়ানো, মূলধনী যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে কোনো শুল্ক না রাখা, সেবাখাতে বকেয়া মূসক মওকুফ ও কাস্টমস অ্যাক্ট সংশোধনের দাবি জানান তারা।
জবাবে অর্থমন্ত্রী,এই বিষয়গুলো বিবেচনার আশ্বাস দেয়ার পর মুন্সিগঞ্জের বাউশিয়ায় গার্মেন্টস পল্লী শিগগিরই স্থাপনের কথা বলেন।তৈরি পোশাক খাতে দেশের অগ্রগতিতে আন্তর্জাতিক ক্রেতারা বাধা দিচ্ছে অভিযোগ করে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান অর্থমন্ত্রী। এর আগে সকালে সরকারি কর্মকর্তা-কর্মচারিদের কয়েকটি সংগঠন অর্থমন্ত্রী সঙ্গে দেখা করে।টাইম স্কেল, সিলেকশন গ্রেড অব্যাহত রাখা ও বেতন বৈষম্য দূর করার দাবি জানানো হলে মন্ত্রী সেগুলো বিবেচনার আশ্বাস দেন।