260x150_d7def4f4b278c970097f22caae3a7e3b_khaleda_hasina_155310দৈনিকবার্তা-পাইকগাছা (খুলনা), ১৫ জুনঃ খুলনার পাইকগাছায় শহীদ এমএগফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি টাঙানোর ঘটনায় এলাকায় তোড়পাড় সৃষ্টি হয়েছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক সংসদ সদস্যসহ সচেতন এলাকাবাসী। এলাকাবাসী তদন্ত পূর্বক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানিয়েছেন। জানা গেছে, পৌর সদরের শহীদ এম এ গফুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত শনিবার সাবেক এমএনএ শহীদ এমএ গফুরের ৪৩ তম মৃত্যু বর্ষিকীর অনুষ্ঠান শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক সংসদ সদস্যসহ অতিথিবৃন্দ বিদ্যালয়ের অফিস কক্ষে প্রবেশ করেই দেখেন প্রধান শিক্ষকের চেয়ারের উপরে দেওয়ালে বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার ছবির পাশে সাবেক প্রধান মন্ত্রী খলেদা জিয়ার ছবি টাঙানো। বিষয়টি দেখেই অতিথিবৃন্দ বিষ্ময় প্রকাশ করে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। সাথে সাথে খবরটি ছড়িয়ে পড়লে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়।

বিষয়টি জানতে পেরে উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মিজানুর রহমান বিদ্যালয়ে এসে খালেদা জিয়ার ছবিটি অপসারন করেন। সাবেক সংসদ সদস্য এড. সোহরাব আলী সানা এ ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, এ ঘটনার সাথে যিনি বা যারা জড়িত তাদের শাস্তি হওয়া উচিত।এ প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গুলশানারা বেগম জানান, বৃহস্পতিবার বিদ্যালটি পরিস্কার পরিচ্ছন্নতা করার সময় ছেলে-মেয়েদের মধ্যে যে কেউ এ কাজটি করেছে বলে ধারণা করা হচ্ছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি শিক্ষক প্রশান্ত মন্ডল জানান, শহীদ এমএ গফুরের মৃত্যু বার্ষিকীর অনুষ্ঠান শেষে আমিও অফিস কক্ষে এসে ছবিটি টাঙানো দেখে হতভম্ব হয়ে যায়। তবে কে বা কারা এ ঘটনার সাথে জড়িত সে বিষয়টি কমিটি খতিয়ে দেখছে। এদিকে রাষ্ট্রদ্রোহীতার সামিল ন্যক্কারজনক এ ঘটনার দায়ভার বিদ্যালয়ের প্রধান শিক্ষক এড়াতে পারেন না বলে মনে করেন বিদ্যালয়ের সকল শিক্ষক কর্মচারীবৃন্দ এবং এলাকার সচেতন মহল।