দৈনিকবার্তা-নারায়ণগঞ্জ, ১৫ জুনঃ উন্নয়ন খাতকে সবচেয়ে বেশী প্রাধান্য দিয়ে নতুন কোন কর আরোপ ছাড়াই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ২০১৫-২০১৬ অর্থ বছরের জন্য ৪শ ৮৮ কোটি ৯০লাখ ৮৪ হাজার ৬১৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বিগত অর্থ বছরের তুলনায় এবারের বাজেট প্রায় ৬৪ কোটি টাকা বেশী। এবারের বাজেটে উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩৮কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকা।সোমবার সকালে সিটি করপোরেশনের নগর ভবন প্রাঙ্গনে সুধী সমাবেশে মেয়র ডা. সেলিনা হায়াত আইভী ওই বাজেট ঘোষণা করেন। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন গঠনের পর এটা চতুর্থ বাজেট ঘোষণা।বাজেট ঘোষণার সময় মেয়র আইভীর সঙ্গে সিটি করপোরেশনের প্যানেল মেয়র-১ হাজী ওবায়েদউল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোস্তফা কামাল মজুমদার উপস্থিত ছিলেন। এছাড়া কাউন্সিলর ও সমাজের বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত থেকে বাজেট সম্পর্কে প্রশ্ন করেন।
বাজেটে উন্নয়ন আয় ধরা হয়েছে ৪১৫ কোটি ৩৮ লাখ ৬১ হাজার ৬৩৪ টাকা। উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ৪৩৮কোটি ৩৮ লাখ ৯৪ হাজার ৩৯০ টাকা। রাজস্ব আয় ধরা হয়েছে ৭৩কোটি ৫২ লাখ ২২ হাজার ৯৮৩ টাকা। এর বিপরীতে রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৪৮ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৪৩৫ টাকা। বছর শেষে ঘোষিত বাজেটে উদ্ধৃত্ত থাকবে ২ কোটি ১০ লাখ ১৮ হাজার ৭৯২ টাকা।বাজেট ঘোষণা করে আইভী নগরবাসীর সহায়তা কামনা করেন এবং কর প্রদানে এগিয়ে আসতে সকলের প্রতি আহবান জানান। বাজেট বক্তব্যে আইভী ভবিষ্যত উন্নয়নের অনেক খাত তুলে ধরেন।তিনি বলেন, অনেকেই আমার বিরুদ্ধচারণ করে শহরে বিভিন্ন ব্যানারে মানববন্ধন মিছিল করাচ্ছে। এসব যতই করানো হউক না কেন আমি কোন কিছুতেই পিছপা হবে না। উন্নয়ন করেই যাবো।
ডা. আইভী বাজেট বক্তব্যে বলেন,বাজেটে দারিদ্র বিমোচন, তথ্য প্রযুক্তি,শিক্ষা, স্বাস্থ্য এবং অবকাঠামোগত উন্নয়ন যথা রাস্তাা, ড্রেন, ব্রীজ, কালভার্ট নির্মাণ ও পুন:নির্মাণ, যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকরণ, খেলাধুলার মান উন্নয়ন, স্ট্রিট লাইট স্থাপনে বিশেষ বরাদ্দ নেওয়া হয়েছে।সংশ্লিষ্টরা বলছেন, ২০১৬ সালে সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হবে। ওই বছর বাজেট ঘোষণা করলেও পরবর্তীতে মেয়াদ শেষ হওয়া পর্যন্ত খুব বেশী সময় পাওয়া যাবে না। সে কারণে এবারের বাজেটে উন্নয়নকে সবচেয়ে বেশী প্রাধান্য দেওয়া হয়েছে।২০১১ সালের ৩০ অক্টোবর সিটি করপোরেশন নির্বাচন হওয়ার পর ২০১২ সালে প্রথমবারের মত বাজেট ঘোষণা করা হয়। ২০১২ সালের ২৫ জুন প্রথমবারের মত পূর্ণাঙ্গ অর্থ বছরের জন্য বাজেট ঘোষণা করা হয়। ওই বাজেট ছিল ৩০৭ কোটি টাকার। ২০১৩-২০১৪ অর্থ বছরে বাজেট ছিল ৪শ ৩কোটি ৯২ লাখ ৮৬ হাজার ৩৭৬ টাকা। ২০১৪-২০১৫ অর্থ বছরে বাজেটের পরিমাণ ছিল ৪শ ২৪কোটি ৪ লাখ ৬৯ হাজার ৫১২ টাকা।