দৈনিকবার্তা-গাজীপুর, ১৫ জুন: গাজীপুরে এসি বিস্ফোরণে সোমবার এক যুবক দগ্ধ হয়েছে। তার নাম আবু হানিফ (৩০)। সে ময়মনসিংহের পাগলা থানার ছোটবড়ইহাটি গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। জয়দেবপুর থানার এসআই মো. রুহুল আমিন জানান, গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকার ইসলাম প্লাজার তৃতীয় তলায় উপশম ক্লিনিকের সামনে বিলবোর্ড লাগাচ্ছিল আবু হানিফ।
এ সময় পাশে থাকা একটি এয়ারকন্ডিশনারে (এসি) হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে সে দগ্ধ হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে রেফার্ড করেন। শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সালাম সরকার জানান, আহতের শরীরে প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে।