1431864453_279292

দৈনিকবার্তা-ঢাকা, ১৫ জুনঃ বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই।তিনি বলেন, মানুষের জীবনধারনের জন্য খাবার একটি অত্যাবশ্যকীয় উপাদান। কিন্তু প্র্রতিদিন খাবারে ভেজাল মিশিয়ে ব্যবসায়ীরা অবৈধ ব্যবসা করে চলছে। এজন্য আইন থাকলেও তার বাস্তব প্রয়োগ নেই। সোমবার সকালে জাতীয় সংসদের মন্ত্রী হোস্টেলের আইপিডি সেন্টারে আয়োজিত বিশিষ্টজনের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ভেজাল প্রতিরোধে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে রওশন এরশাদ বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত না করার ফলে জনগণের খাদ্য অধিকার লঙ্ঘিত হচ্ছে। আর খাদ্যে ভেজালের মত ওষুধেও প্রতিনিয়ত ভেজাল মেশানো হচ্ছে। ভেজাল খাদ্য ও ভেজাল ওষুধ প্রতিরোধে শুধু সরকারের উপর নির্ভর না করে জনগণকে সম্পৃক্ত করে ঐক্যবদ্ধভাবে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ আসন্ন রমজান মাসে ভেজালমুক্ত নিরাপদ খাদ্য বাজারজাতকরণে সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন।

রওশন এরশাদ বলেন, রমজান মাসে খাদ্যমূল্য যাতে সহনীয় পর্যায়ে থাকে এবং সাধারণ মানুষ যাতে কম দামে ভেজালমুক্ত খাদ্য ক্রয় করতে পারে তার ব্যবস্থা করতে হবে।তিনি ভেজালমুক্ত খাদ্য আইন বাস্তবায়নে সরকারকে আরো কঠোর হতে আহবান জানান। ফরমালিনযুক্ত খাবার খেয়ে সাধারণ মানুষ যাতে অসুস্থ না হয় সেদিকে বিশেষ নজর দেয়ার জন্যও তিনি পরামর্শ দেন। রওশন এরশাদ বলেন, আইন প্রয়োগ করে ভেজালমুক্ত খাদ্য নিশ্চিত করতে হবে। খাদ্য মূল্য সাধারণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে।আসন্ন রমজান উপলক্ষে নিরাপদ খাদ্য বাজারজাত করার লক্ষ্যে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

ফখরুল ইমাম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী এমপি, কাজী ফিরোজ রশিদ এমপি, ফখরুল ইমাম এমপি, হুইপ নূরুল ইসলাম ওমর এমপি, আলতাফ আলী এমপি, মামুনুর রশিদ এমপি, শাহানারা বেগম এমপি, ইয়াহিয়া চৌধুরী এমপি, রওশন আরা মান্নান এমপি, খোরশেদ আরা হক এমপি, জানিপপের চেয়ারম্যান প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ, ন্যাশনাল এলিয়ান্স অব ডিজাবল পিপল্স অরগানাইজেশনের প্রেসিডেন্ট মোঃ আব্দুল সাত্তার দুলাল প্রমুখ।আলোচনা সভায় বক্তারা রমজানের পবিত্রতা বজায় রেখে খাদ্যমান ও নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যবসায়ী সমাজকে বিশেষ ভূমিকা পালনের আহবান জানান। বক্তরা আরো বলেন, নিরাপদ খাদ্য বাজারজাত নিশ্চিত করতে সরকারকে কার্যকরী উদ্যোগ ও পদক্ষেপ নিতে হবে।