দৈনিকবার্তা-বোগোটা, ১৫ জুন ২০১৫: কলম্বিয়ার উত্তরাঞ্চলে বিদ্রোহী সংগঠন ন্যাশনাল লিবারেশন আর্মির (ইএলএন)’র প্রথম সারির এক নেতা নিহত হয়েছেন। ১৯৯৯ সালে একটি যাত্রীবাহী বিমান ছিনতাইয়ের ঘটনায় তাকে খোঁজা হচ্ছিল। রোম সফরকালে প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্টোস এক টুইটার বার্তায় বলেন, ইএলএন’র প্রথম সারির এক নেতা নিহত হয়েছেন। সশস্ত্র বাহিনীকে অভিনন্দন ।
সেনাবাহিনীর এক বিবৃতিতে রোববার বলা হয়েছে, নিহত বিদ্রোহী নেতার প্রকৃত নাম জোস আমিন হার্নান্ডেজ। তার মৃত্যু ইএলএন’র জন্য একটি বড় আঘাত এবং পুলিশ ও সশস্ত্র বাহিনীর অভিযানে তিনি নিহত হয়েছেন। ১৯৯৯ সালে একটি অভ্যন্তরীণ ফ্লাইট ছিনতাইয়ের ঘটনায় তিনি অভিযুক্ত ছিলেন। বিমানটিতে ৪৬ আরোহী ছিলেন। ইএলএন কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম বিদ্রোহী সংগঠন। এর দুই হাজার ৫শ’ গোরিলা যোদ্ধা রয়েছে। রেভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া (ফার্ক) ১৯৬৪ সালে বিদ্রোহ শুরু করার পর থেকে দেশটিতে সংঘাতে দুই লাখেরও বেশি লোক নিহত ও ৬০ লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে।