003_142957

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুনঃ সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন৷রোববার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন৷তিনি বলেন, গত ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনই সকল ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণ৷ সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার মাধ্যমে সুষ্ঠু সমাধান করতে হবে৷এছাড়াও সাংসদপুত্র রনি ও ফেনীতে সরকারি দলের লোকজনের কাছে অস্ত্র পাওয়ার ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন আসাদুজ্জামান রিপন৷ তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে খালেদা বিষয়ক মন্ত্রী হিসেবে অভিহিত করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন৷

ড. রিপন বলেন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর কথা শুনলে মনে হয় তিনি সরকারের খালেদা জিয়া বিষয়ক মন্ত্রী৷ তার কাজই হলো খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ এবং লাগামহীন কথা বলা৷রিপন এ সময়, ইনু সহ সরকারের কতিপয় মন্ত্রী এবং নেতাকে বিএনপি এবং খালেদা জিয়ার বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে দেশের রাজনীতিতে আস্থার পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানান৷ দেশে সমপ্রতি ঘটে যাওয়া বেশ কিছু চাঞ্চল্যকর ঘটনা যেমন, রাজধানী পুলিশ সদস্য ধর্ষণ, ফেনীতে র্যাবের হাতে সরকার দলীয় ক্যাডারদের অস্ত্র সহ আটক হওয়া, ঢাকার রাজপথে সাংসদ পুত্রের রিকশাচালক ও সিএনজি অটোরিকশা চালক হত্যা, চলন্ত মাইক্রোবাসে গারো উপজাতি কর্মজীবী নারী ধর্ষণ, সিলেটে মন্ত্রী মহসিন আলীর সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে অশালীন উক্তি ইত্যাদির প্রসঙ্গ টেনে ড. রিপন বলেন, দেশে সমপ্রতি কিছু ঘটনা ঘটেছে৷ এই অবস্থা চলতে থাকলে এবং এসব ঘটনা প্রতিরোধে কোনো তাত্‍ক্ষণিক ব্যবস্থা নেয়া না হলে দেশ নৈরাজ্যের দিকে ধাবিত হবে৷এ সব ঘটনার জন্য ৫ জানুয়ারির নির্বাচনকে দায়ী করে তিনি বলেন, যদি এই নির্বাচন সব দলের অংশগ্রহণে হতো, জনগণের ভোটে হতো তাহলে কেউ আর এসব ঘটনা ঘটানোর সাহস পেতো না৷ এই পরিস্থিতি থেকে পরিত্রাণে দেশে এখন প্রয়োজন একটি নির্বাচিত সরকার৷ড. রিপন বলেন, আমরা আশা করবো সরকার অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে৷

তথ্যমন্ত্রী সহ কতিপয় মন্ত্রী এবং সরকার দলীয় নেতাদের খালেদা জিয়া ও বিএনপি নিয়ে বিভিন্ন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপি এই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের ব্যাপারে কোনো মন্তব্য করবে না৷সরকারি দল দেশের রাজনীতিতে আস্থার পরিবেশ নষ্ট করছে উল্লেখ করে ড. রিপন বলেন, বিদেশি কূটনীতিকরা দুই নেত্রীর সঙ্গে সাক্ষাত্‍ করে বলেছিলো যে রাজনৈতিক দলগুলোর মধ্যে আস্থা ফিরিয়ে আনতে হবে৷ বিএনপি সেই আস্থা ফিরিয়ে আনার চেষ্টা করলেও সরকারি দলের নেতারা কুরুচিপুর্ণ বক্তব্য রেখে সেই আস্থা নষ্ট করার ব্যবস্থা করছে৷ প্রেস ব্রিফিংয়ে এ সময় উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল, বিএনপির সহ দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি, আসাদুল করিম শাহীন, হাবিবুর রহমান হাবিব, বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম প্রমুখ৷