http://www.mtnews24.com

দৈনিকবার্তা-রাজবাড়ী, ১৪ জুন: রাজবাড়ীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক দুইটি ওষুধের দোকানে জরিমানা ও অনুমোদনহীন ওষুধ জব্দের প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছেন ওষুধ ব্যবসায়ীরা। রোববার (১৪ জুন) বেলা ১২টায় শহরের মেডিসিন স্টোর ও অঞ্জন হোমিও হলে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র কুমার নাথ।প্রত্যক্ষদর্শীরা জানায়, ১২টার দিকে ওই দুই দোকানে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও ভারতীয় যৌন ওষুধ জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মেডিসিন স্টোরের মালিক আবু সাঈদকে এক লাখ টাকা টাকা ও দোকান কর্মচারী টগরকে সরকারি কাজে বাধা দেওয়ায় পাঁচশ টাকা এবং অঞ্জন হোমিও হলের মালিক অঞ্জন কুমার পালকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে এর প্রতিবাদে ক্ষুব্ধ ওষুধ ব্যবসায়ীরা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ করেন। পরে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির নেতারা অনির্দিষ্টকালের জন্য রাজবাড়ী পৌরসভা এলাকার একশ এবং সদর উপজেলার তিনশ ওষুধের দোকান বন্ধের ঘোষণা দেয়।নির্বাহী ম্যাজিস্ট্রেট জিতেন্দ্র নাথ অভিযান ও জরিমানার তথ্য নিশ্চিত করে জানান, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দে এ অভিযান অব্যাহত থাকবে।