দৈনিকবার্তা-গাজীপুর, ১৪ জুন: বয়স বৈষম্য নয়, সকল মুক্তিযোদ্ধার সম্মানী ভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজোয় দু’টি বোনাস দেয়ার দাবিতে রবিবার বিকেলে গাজীপুরে মুক্তিযোদ্ধারা সমাবেশ ও মিছিল করেছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ গাজীপুর জেলা ইউনিট কমান্ডের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। রবিবার বিকেলে জেলা শহরস্থিত জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে কমান্ডের ডেপুটি ইউনিট কমান্ডার-১ আলহাজ্ব মো. মোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেধে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমান্ডার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কাজী মোজাম্মেল হক। পরে মুক্তিযোদ্ধারা একটি মিছিল শহরের রাজবাড়ি সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অপর একটি সমাবেশ করেন। সমাবেশে সহকারী ইউনিট কমান্ডার সাহাবুদ্দিন সরদার, আবু হানিফ, ইমান উদ্দিন ও এনামুল হক এবং উপজেলা কমান্ডার মোশারফ হোসেন দুলাল, বজলুর রশিদ মোল্লা, সিরাজুল হক, মোস্তফা মিয়া ও সারোয়ার আলম বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা সম্প্রতি জাতীয় সংসদে ৬৫ বছরের বেশি বয়সী মুক্তিযোদ্ধাকে ১০ হাজার টাকা করে সম্মানীভাতা দেয়ার প্রস্তাব করে যে বিল আনা হয়েছে তা প্রত্যাক্ষাণ করে বলেন, তাতে ১০ শতাংশ মুক্তিযোদ্ধাও উপকৃত হবে না। তাই বয়স বিবেচনায় নয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রীর ঘোষণা অনুযায়ী সকল মুক্তিযোদ্ধার সম্মানীভাতা ১০ হাজার টাকা এবং ঈদ ও পূজোয় দু’টি বোনাস দেয়ার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বক্তারা। সমাবেশে জেলার শতাধিক মুক্তিযোদ্ধা অংশ নেন।