দৈনিকবার্তা-বগুড়া, ১৪ জুন: বগুড়া মোকামতলার পল্লীতে জমি নিয়ে বিরোধে দিনদুপুরে সন্ত্রাসী কায়দায় বসতবাড়ী ভাংচুর, লুটপাট ও মারপিট করার অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ক্ষতিগ্রস্থ পরিবারটি এখন অন্য বাড়ীতে আশ্রয় নিয়েছে। মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, স্থানীয় মোকামতলা ইউপির চকপাড়া গ্রামের বাসিন্দা ইট ভাটা শ্রমিক হতদরিদ্র শহিদুল ইসলামের সাথে একই গ্রামের মৃতঃ জসিম উদ্দিনের ছেলে বগুড়া শহরের ধর্নাঢ্য পুস্তক ব্যবসায়ী মুকুল মিয়ার দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ সংশ্লিষ্ট আদালতে মামলা চলছে।
গত শুক্রবার বিকেলে হঠাৎ করে মুকুল মিয়ার সহ তার ভাড়াটিয়া একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্রে সস্ত্র সহ শহিদুলের বসতবাড়ীতে হামলা চালিয়ে বাড়ীর লোকজনকে মারপিট করে ও ঘরের জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। পরে ৪কক্ষ বিশিষ্ট বাড়ী ভাংচুর করে। এ ব্যাপারে মুকুল সহ ১৬জনের নাম উল্লেখ করে থানায় মামলা করা হয়েছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসান হাবীব বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলার বাদী ও গ্রামবাসীর অভিযোগ দীর্ঘ সময় ধরে বাড়ী ঘর ভাংচুর করা হলেও দেশীয় অস্ত্রের ভয়ে কেউ পরিবেশ শান্ত করতে এগিয়ে আসতে সাহস পায়নি। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেনি। তবে শাহিদুলরে পরিবার গত ৩দিন ধরে গ্রামের অন্য লোকের বাড়ীতে আশ্রয় নিয়ে আছে বলে জানা গেছে।