দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুন: তারকা সমৃদ্ধ আর্জেন্টিনাকে রুখে দিয়ে কোপা আমেরিকায় চমক সৃষ্টি করেছে প্যারাগুয়ে। শনিবার গ্র“প-বি’র নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে আর্জেন্টিনার সাথে ২-২ গোলে ড্র করে মাঠ ছেড়েছে প্যারাগুয়ে।মন্টেপেলিয়ারের স্ট্রাইকার লুকাস বারিয়সের ৯০ মিনিটের গোলে প্যারাগুয়েনরা নাটকীয় এক ড্র উপহার দেন সমর্থকদের। এর আগে প্রথমার্ধেই সার্জিও আগুয়েরো ও লিয়নেল মেসির গোলে ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। দীর্ঘ সময় ধরে ম্যাচের আধিপত্য বজায় রেখেছিল আর্জেন্টাইনরা।
কিন্তু দ্বিতীয়ার্ধে যখন প্যারাগুয়ে গোলের জন্য মরিয়া হয়ে উঠে তখন মেসি, আগুয়েরোদের বেশ সতর্ক হয়ে খেলতে হয়েছে। ৬০ মিনিটে এইট্র্যাচ ফ্র্যাংকফুর্টের স্ট্রাইকার নেলসন ভালদেজ দুরপাল্লার শটে দলের পক্ষে এক গোল পরিশোধ করলে প্যারাগুয়ে শিবিরে স্বস্তি ফিরে আসে। আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরেকো বেশ কয়েকটি আক্রমনের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হয়েছে। তবে ম্যাচ শেষে প্যারাগুয়েনরা অন্তত এটুকু প্রমান করতে পেরেছে গ্র“পে তারা মোটেই আন্ডারডগ নয়। ম্যাচ শেষের বাঁশি বাজার আগ মুহূর্তে নেস্টর অরটিগোজার ফ্রি-কিক থেকে পাওলো ডা সিলভার হেড থেকে পাওয়া বলে বারিয়স আর্জেন্টিনাকে হতাশ করে ম্যাচে সমতা ফেরান।
এর আগে প্রথমার্ধেই আর্জেন্টিনার ২-০ গোলে এগিয়ে যাওয়া ম্যাচে বড় জয়ের ইঙ্গিত দিচ্ছিল। বিশেষ করে ২২ বছর পরে বড় কোন শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামা মেসি বাহিনী প্রথম থেকেই নিজেদের মেলে ধরে। ২৯ মিনিটে আগুয়েরো দলকে এগিয়ে দেবার পরে পেনাল্টি থেকে সাত মিনিট পরে ব্যবধান দ্বিগুন করেন মেসি। ক্লাব পর্যায়ে সব দিক থেকে নিজেকে দারুনভাবে প্রমান করা মেসি বড় কোন আন্তর্জাতিক টুর্নামেন্টে আকাশী-সাদা জার্সি গায়ে খুব একটা সফলতা পাননি। চিলিতে সেই ধারা থেকে বেরিয়ে এসে নিজের পাশাপাশি দলের সাফল্যের জন্য মরিয়া মেসিসহ আর্জেন্টিনার সব খেলোয়াড়রা।
বিশেষ করে আর্জেন্টিনার বর্তমান দলটিকে যেখানে বলা হচ্ছে প্রজন্মের সেরা দল সেখানে তাদের কাছ থেকে শিরোপা আশা করতেই পারে সমর্থকরা। কিন্তু প্রথম ম্যাচেই ড্র বড় টুর্নামেন্টে আরেকটি হতাশার ইঙ্গিতই দিচ্ছে। মঙ্গলবার নিজেদের দ্বিতীয় ম্যাচে আর্জেন্টিনা শক্তিশালী উরুগুয়ের মুখোমুখি হবে। উরুগুয়ে নিজেদের প্রথম ম্যাচে মিডফিল্ডার ক্রিস্টিয়ান রড্রিগুয়েজের ৫২ মিনিটের গোলে জ্যামাইকাকে ১-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের শুভ সূচনা করেছে।