dudak-hicort

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুনঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কমিশনাররা চেয়ারম্যানের কাছে জবাবদিহি করবেন মর্মে আইনের এর ১২(২) ধারা কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট৷এ বিষয়ে দায়ের করা এ রিট আবেদনের শুনানি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও মো. আশফাকুল কামাল এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার এ আদেশ দেন৷

আগামী চার সপ্তাহের মধ্যে এ রুরের জবাব দিতে বলা হয়েছে বিবাদীদের৷ এ রুলে বিবাদী করা হয়েছে রাষ্ট্রপতির সচিব, আইন মন্ত্রণালয় সচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুদকের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের৷২০০৪ সালের দুদক আইনের এ ধারাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন এ রিট আবেদন করেন৷ তিনিই আদালতে এ বিষয়ে শুনানি করেন৷রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু৷দুর্নীতি দমন কমিশন আইনের ১২(২) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে৷

দুদক চেয়ারম্যানের কাছে কমিশনারদের জবাবদিহির বাধ্যবাধকতা স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মৌলিক নীতি ও আইনের সঙ্গে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় কেন তা বাতিল করা হবে না- তা জানতে চেয়েছে হাই কোর্ট৷২০০৪ সালের দুদক আইনের ১২ (২) ধারা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. কামাল হোসেন এই রিট আবেদন করেন৷ তিনিই আদালতে এ বিষয়ে শুনানি করেন৷রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু৷আদেশের পর কামাল হোসেন বলেন, রাষ্ট্রপতির সচিব, আইন সচিব, মন্ত্রিপরিষদ সচিব, দুদক চেয়ারম্যান, সব কমিশনার ও দুদক সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে৷দুর্নীতি দমন কমিশন আইনের ১২ (২) ধারায় বলা হয়েছে, চেয়ারম্যানের সার্বিক তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণে অন্যান্য কমিশনারগণ তাহাদের উপর অর্পিত দায়িত্ব পালন করবেন এবং সেইরূপ দায়িত্ব পালনের ক্ষেত্রে চেয়ারম্যানের নিকট কমিশনারগণের জবাবদিহিতা থাকবে৷

কামাল হোসেন বলেন, আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন একটি স্বাধীন সংস্থা৷ এর ১৫ ধারা অনুযায়ী, এর সব সিদ্ধান্ত হবে কমিশন সভায়৷ ৫ ধারায় বলা হয়েছে, কমিশনের সদস্য সংখ্যা হবে তিনজন, তাদের মধ্যে একজনকে রাষ্ট্রপতি চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেবেন৷কিন্তু কমিশনারদের যদি চেয়রাম্যানের কাছে দায়বদ্ধ রাখা হয়, তাহলে স্বাধীন সংস্থা হিসাবে এ প্রতিষ্ঠানের কাজ বাধাগ্রস্ত হবে, বলেন তিনি৷