দৈনিকবার্তা-গোদাগাড়ী, ১৪ জুন: রাজশাহীর গোদাগাড়ী থেকে র্যাবের অভিযানে দুই হাজার ৩৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার সহ আটক একজন। জানা যায়, গতকাল রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ভাগাইল ব্রিজ এলাকায় একটি ট্রাকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটককৃত হলে রাজশাহী পবা উপজেলার মুরারীপুর জাঙ্গাল পাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রায়হান (২৭)।
র্যাবের গণমাধ্যম শাখার কর্মকর্তা খালেদা বেগম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ফেনসিডিল বহনকারী একটি ট্রাকের পিছু নেয় রেলওয়ে কলোনী ক্যাম্পের অপারেশন দল। ট্রাকটি গোদাগাড়ী থানার ভাগাইল ব্রিজে পৌঁছালে ট্রাকটির গতিরোধ করা হয়। এবং ট্রাকে তল্লাশি করলে দুই হাজার ৩৬৭ বোতল ফেনসিডিলসহ রায়হানকে ও ট্রাকটিকে (ঢাকা মেট্রো ট-১৮-৪৯৬১) আটক করা হয়। র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রায়হানকে গোদাগাড়ী থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হবে। এদিকে গোদাগাড়ী মডেল থানার ইনচার্জ (ওসি) আবু ফরহাদ বলেন, থানায় এখনো হস্তান্তর করা হয়নি।