1434285361

দৈনিকবার্তা-ঢাকা, ১৪ জুনঃ জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি আ.স.ম আবদুর রব ক্ষমতাসীন বলেছেন, আওয়ামী লীগ অবাধ নির্বাচন,জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র আর কোনদিনই ফিরতে পারবে না৷এ পথ আওয়ামী লীগের জন্য রুদ্ধ হয়ে গেছে৷ রোববার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয় সংসদে প্রস্তাবিত ২০১৫-২০১৬ অর্থ বছরের জাতীয় বাজেট এর উপর জেএসডি’র সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন৷আ.স.ম আবদুর রব বলেন, জনগণের অনুমোদন ছাড়া রাষ্ট্র পরিচালনাই হচ্ছে স্বৈরশাসন৷জনগণের সমর্থন ছাড়া রাষ্ট্র পরিচালনা করার এখতিয়ার কারো নেই৷এজন্য নতুন রাজনৈতিক শক্তি, বিকল্প শক্তি বা তৃতীয় রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে৷

তিনি বলেন, উন্নয়নের দোহাই দিয়ে জনগণের রাজনৈতিক অধিকার ভোটের অধিকার হরণ করা আইয়ুব খান মডেল৷ যা অনেক আগেই জনগণ প্রত্যাখান করেছে৷আওয়ামী লীগ এখন আইযুবের অনুসারী৷ যে আইয়ূব খানকে আমরা ছুঁড়ে ফেলেছি৷সংবাদ সম্মেলনে জেএসডি সহ-সভাপতি এম এ গফরান, সাংগঠনিক সম্পাদক জিয়া খান, আবদুর রাজ্জাক, সুলতান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন ৷