দৈনিকবার্তা-রাজশাহী, ১৩ জুন ২০১৫: সক্রিয় ও সামাজিকভাবে দায়বদ্ধ একদল তরুণকে নিয়ে স্থানীয় শাসন কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতকরণের লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। রাজশাহীর মোহনপুর উপজেলার বরেন্দ্র বহুমূখী উন্নয়ন কর্তৃপক্ষের প্রশিক্ষণ ভবনে শুক্রবার সকালে চার দিনব্যাপী এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। ব্রিটিশ কাউন্সিলের প্রডিজি কর্মসূচির সহযোগিতায় এবং দি হাঙ্গার প্রজেক্টের আয়োজনে প্রশিক্ষণের দ্বিতীয় পর্বে উপজেলার বাকশিমইল ইউনিয়নের ১৮ থেকে ৩০ বছর বয়সী বাছাই করা ৩৬ তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
ব্রিটিশ কাউন্সিল ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় প্রডিজি কর্মসূচির আওতায় আয়োজিত প্রশিক্ষণে নাগরিকত্ব, শাসন ব্যবস্থা ও স্থানীয় শাসন, সুশাসনের ক্ষেত্রসমূহ, ইউনিয়ন পরিষদের কার্যক্রম, ইউপি কাঠামো, ইউপির জনঅংশগ্রহণে বিদ্যমান বাস্তবতা এবং বিদ্যমান বাস্তবতার আলোকে জনঅংশগ্রহণ বৃদ্ধিতে উদ্যোগ গ্রহণে উদ্বুদ্ধকরণসহ বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।
প্রশিক্ষণে সহায়কের দায়িত্ব পালন করছেন ব্রিটিশ কাউন্সিলের প্রডিজি কর্মসূচির ফিল্ড কো-অর্ডিনেটর (মনিটরিং ও অপারেশন) সুব্রত কুমার পাল, প্রোগ্রাম অফিসার মাসুম রাসেল, ইসরাফিল হোসেন ও জুয়েল রানা। প্রশিক্ষণ শেষে প্রত্যেক অংশগ্রহণকারী ইউনিয়ন পরিষদের সঙ্গে নিবিড় সর্ম্পক তৈরি করবেন। এর ফলে কাঙ্ক্ষিত সাফল্য আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।