mexico

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: কোপা আমেরিকা কাপে নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোকে রুখে দিয়েছে বলিভিয়া।দক্ষিণ আমেরিকান শ্রেষ্ঠত্বের লড়াইয়ে অতিথি দল হিসেবে খেলতে আসা মেক্সিকানদের গোলশূন্য রুখে দেয় বলিভিয়ানরা। কোপা আমেরিকায় তুলনামূলক কম শক্তিশালী দল নিয়ে আসা সত্ত্বেও খেলায় আধিপত্য বিস্তার করেছে মিগুয়েল হেরেইরার মেক্সিকো। দ্বিতীয়ার্ধে হেড থেকে গোল করার দুর্দান্ত সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় অতিথি দলটি।শুক্রবার সময় শনিবার ভোর সাড়ে পাঁচটা) খেলার প্রথমার্ধে অবশ্য এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল বলিভিয়া। তবে মার্সেলো মার্টিনস মোরেনো’র জোরালো শট বারপোস্টে লেগে ফিরে আসলে হতাশ হতে হয় বলিভিয়ানদের।

মেক্সিকোর উইঙ্গার মার্সেলো মার্টিনস শুরুতেই দুর্দান্ত এক আক্রমণে বলিভিয়া শিবিরে ভীতির সঞ্চার করেন। এরপর ১২ মিনিটে ২০ গজ দূর থেকে কার্লোস মেডিনার শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়।শুরু থেকে মেক্সিকো আক্রমণাত্মক খেলতে থাকলেও গোলের পরিষ্কার সুযোগ প্রথমে পায় বলিভিয়া। রিকার্ডো পেদ্রিয়েলের ক্রস পোস্ট খুব কাছে পেয়ে যান মার্সেলো মার্টিনস। তবে মেক্সিকান গোলরক্ষক এই যাত্রায় দলকে রক্ষা করেন।বিরতির পরও মেক্সিকান শিবিরে হানা দেয় বলিভিয়ানরা। ২৫ গজ দূর থেকে নেয়া জেসম্যান ক্যাম্পোসের জোরালো শট দুর্দান্ত দক্ষতায় রুখে দেন গোলরক্ষক জেসাস কোরোনা।৬৬ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামা জিমেনেস। উইঙ্গার জেসাস কোরোনার ক্রস থেকে হেড করে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন জিমেনেস। তবে লক্ষ্যে হেড করতে ব্যর্থ হলে গোলের সহজ সুযোগ নষ্ট হয় মেক্সিকানদের।

৭৯ মিনিটে জাভিয়ের অ্যাকুইনোকে ডি বক্সের ভেতরে ফেলে দিলে পেনাল্টির আবেদন জানায় মেক্সিকো। তবে রেফারি সেই আবেদনে সাড়া দেননি। ফলে গোলশূন্য ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় মিগুয়েল হেরেইরার দলকে।কোপা আমেরিকা ২০১৫ এর প্রথম গ্র“প এ ম্যাচে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে রয়েছে স্বাগতিক চিলি। একই গ্র“পে মেক্সিকো-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ায় তারা চিলির পরেই রয়েছে।