দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: ধর্মনিরপেক্ষতা বিষয়টিকে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করার কারণে এটি তার স্বক্রিয়তা হারিয়েছে বলে মনে করেন অ্যামেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান। শনিবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে প্রয়াত জাতীয় অধ্যাপক এএফ সালাহ্উদ্দিন আহমদ স্মরণে ধর্মনিরপেক্ষতা ও সামূহিক সমাজবিকাশ শীর্ষক আয়োজিত সেমিনারে তিনি এ কথা বলেন।
ধর্মনিরপেক্ষতার ঝাণ্ডা তুলে ধরে যারা সারাজীবন কাজ করে গেছেন সালাউদ্দিন আহমদ তাদের মধ্যে অন্যতম বলেও জানান তিনি।ধর্মনিরপেক্ষতা ব্যক্তিপর্যায়ে থাকা উচিৎ–একথা উল্লেখ করে আনিসুজ্জামান বলেন, ধর্মনিরপেক্ষতা বিষয়টিকে ব্যক্তিপর্যায় থেকে রাষ্ট্রের সঙ্গে সম্পৃক্ত করায় এটির আসল উদ্দেশ্য বাধাগ্রস্থ হয়েছে। ধর্মীয় মৌলবাদ দূর করতে ধর্মনিরপেক্ষতা নিয়ে আরো বড় পরিসরে কাজ করা উচিৎ।
এ সময় বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান বলেন, বাংলাদেশ রাষ্ট্র যে চারটিনীতির উপর প্রতিষ্ঠিত হয়েছে, তা ধরে রাখা সম্ভব হয়নি বলেই ধর্মনিরপেক্ষতার পরিসর আরো সংকুচিত হয়েছে। তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধের পরে এদেশে সামরিক শাসকরাই ধর্মনিরপেক্ষতার জায়গাটিকে সংকুচিত করেছে। ইসলামকে রাষ্ট্রধর্ম করা এক্ষেত্রে সবচেয়ে বড় ভুল।পরে প্রয়াত এ অধ্যাপকের জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।