দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: দেশের বিভিন্ন জেলায় শনিবার বজ্রপাত ও দূর্ঘটনায় ১৬ জন নিহত হয়েছে। বগুড়া: শনিবার বগুড়ার নন্দীগ্রাম ও ধুনট উপজেলায় বজ্রপাতে এক মহিলা সহ ২ জনের মৃত্যু হয়েছে। এরা হলো- রফিকুল ইসলাম(৩১) ও জামুলি রায়(৩২) ।স্থানীয় সুত্র জানায়, ধুনট সদর ইউনিয়নের পাকুরিহাট গ্রামের নুর আলমের ছেলে রফিকুল ইসলাম বৃষ্টির মধ্যে সকাল ৮টার দিকে মাঠে গরু চড়াতে যায়। এসময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অপর দিকে নন্দীগ্রাম উপজেলার হাটকড়ই গ্রামের জামুলি সকাল ৭টার দিকে গরু নিয়ে মাঠে যায়।
বৃষ্টির সময় বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয়।শনিবার দুপুরে বগুড়া-নওগাঁ সড়কে গোদারপাড়া এলাকায় ট্রাকের ধাক্কায় হাবিবুর রহমান(১৫) নামে সাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছে।এ ঘটনায় সিয়াম (১৪) নামের অপর এক জন আহত হয়।স্থানীয় লোকজন দক্ষিণ গোদারপাড়া এলাকার বাসিন্দা হাবিব ও সিয়াম বাইসাকেল নিয়ে রাস্তা পার হচ্ছিল। এসময় নওগাঁর দিক থেকে আসা একটি ট্রাক তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই এক জন মারা যায়। আহত সিয়ামকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।চুয়াডাঙ্গা ঃচুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পারানপুর মাঠে বজ্রপাতে আবু সাঈদ (৩৫) নামে এক কৃষক নিহত ও মিলন, নাজিম, আপেল, বকুল ও কিতাব নামে ৫ কৃষক গুরুতর ভাবে আহত হয়েছে। নিহত সাঈদ উপজেলার পরানপুর গ্রামের আলী মন্ডলের ছেলে।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাবা আলী মন্ডল জানান, শনিবার সকালে আবু সাঈদ বাড়ির পাশ্ববর্তী মাঠে ৫ জন শ্রমিক নিয়ে কৃষিকাজ করছিল। সকাল সাড়ে ১০ টার দিকে হটাৎ বজ্রপাত ঘটলে সেসহ শ্রমিক মিলন, নাজিম, আপেল, বকুল ও কিতাব গুরুতর আহত হয়। এসময় মাঠে কাজ করা অন্য শ্রমিক ও কৃষকরা তাদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করেন। সেখানে সাঈদের অবস্থার কোন উন্নতি না হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১২ টার দিকে তার মৃত্যু হয়।দামুরহুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, এ বিষয়ে আমার কিছু জানা নেই।
রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার বিজলীর ঘন্টি এলাকায় একটি যাত্রীবাহী বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকাল ১০টার দিকে কুড়িগ্রাম থেকে নারায়ণগঞ্জগামী সাদ্দাম পরিবহণের একটি বাস বিজলীর ঘন্টিতে পৌঁছে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আব্দুল খালেক মমিনুল নামে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়। পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম- লালমনিরহাট সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে প্রায় আড়াই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-কুড়িগ্রাম-লালমনিরহাট সড়ক অবরোধ করলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:চাঁপাইনবাবগঞ্জে বৃষ্টির সময় বাগানে আম কুড়োতে গিয়ে বজ্রপাতে মর্মান্তিকভাবে এক কিশোর নিহত হয়েছে। জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের চাকপাড়া গ্রামের মোজাম্মেল হকের ছেলে সাকিম আলী (১৪) নামে এক কিশোর প্রচন্ড ঝড়োবৃষ্টি ও বজ্রপাতের সময় চরবাগডাঙ্গা হাটের পাশের একটি আম বাগানে আম কুড়াতে যায়। এ সময় বজ্রপাতের শিকার হয়ে সে ঘটনাস্থলেই নিহত হয়। নিহতের পরিবার সুত্র ও চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর আলী আজ শনিবার জানান, গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে। পরে স্থানীয়রা আম বাগানে তার লাশ পড়ে থাকতে দেখে উদ্ধার করে। উল্লেখ্য, এর আগে নিহত সাকিমের বড় চাচা গোলাম রাব্বানীও বজ্রপাতে মারা যান। বজ্রপাতে চাচার মৃত্যুর পর একই পরিবারের সাকিমও মারা গেল বজ্রপাতে। কিশোরের মৃত্যুতে এলাকাতে শোকের ছায়া নেমে আসে।
যশোর: যশোরের কেশবপুর উপজেলায় বজ্রপাতে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।শনিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।এরা হলেন, ওই গ্রামের আব্দুল হামিদ ফকির (৪৫) ও তার ছেলে আবু হুরাইরা (১৩)।পরিবারের সদস্যদের বরাত দিয়ে কেশবপুর থানার উপ পরিদর্শক নজরুল ইসলাম জানান, আব্দুল হামিদ ফকির বৃষ্টির মধ্যে ফসলের জমিতে কাজ করছিলেন। ছেলে আবু হুরাইরা তার জন্য দুপুরের খাবার নিয়ে যায়।এ সময় বজ্রপাতে দুজনেই ঘটনাস্থলে মারা যায়।
দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি:ঢাকার কেরাণীগঞ্জে দুই যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।ত্রিশোর্ধ্ব বেশি বয়সী ওই দুই যুবকের নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।শনিবার উপজেলার জিনজিরা ঘাট এলাকায় বুড়িগঙ্গা নদী থেকে ভাসমান অবস্থায় এক জনের এবং দক্ষিণ কেরাণীগঞ্জের পূর্ব আগানগরের নয়াপাড়া এলাকার একটি বাড়ির ছাদ থেকে আরেকজনের লাশ উদ্ধার করা হয়।কেরাণীগঞ্জ মডেল থানার এসআই মো. আইয়ুব আলী জানান, বেলা ২টার দিকে স্থানীয়রা আনুমানিক ৩২ বছর বয়সী এক যুবকের লাশ বুড়িগঙ্গায় ভাসতে দেখে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।খয়েরি হাফ হাতা একটি টি-শার্ট পরা ওই যুবকের লাশে পচন ধরেছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দুর্বত্তরা হত্যার পর লাশটি নদীতে ভাসিয়ে দিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন এসআই আইয়ুব।দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এসআই মোজাম্মেল জানান, সকালে পূর্ব আগানগরের নয়াপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা ইলিয়াস আলীর একতলা বাড়ির ছাদে স্থানীয়রা ওই লাশ দেখে পুলিশকে জানায়। পরে বেলা ১১টার দিকে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।জিন্স প্যান্ট ও লাল টি-শার্ট পরা ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
ওই বাড়ির আশপাশে ছয়তলা কয়েকটি ভবন রয়েছে জানিয়ে এসআই মোজাম্মেল বলেন, দুবৃর্ত্তরা ওই যুবককে হত্যা করে লাশ আশপাশের ছয়তলা ভবনের কোনো একটির ছাদ থেকে একতলা ভবনের ছাদে ফেলেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।চট্টগ্রাম:চট্টগ্রামে পৃথক দুটি স্থানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক নিরাপত্তাকর্মী ও এক গৃহবধূর মৃত্যু হয়েছে।শনিবার সকালে খুলশী ও অক্সিজেন এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।নিহতরা হলেন, মোহাম্মদ আলাউদ্দিন (২৭) এবং গৃহবধূ লুনা আক্তার (২৪)।
আলাউদ্দিন খুলশীর নাহার এগ্রো গ্র“পের নিরাপত্তাকর্মী ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। লুনা অক্সিজেন এলাকায় থাকতেন।চট্টগ্রাম মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির নায়েক মো. জাহাঙ্গীর জানান, সকালে দেয়ালে বৈদ্যুতিক তার মেরামতের সময় আলাউদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।অন্যদিকে নিজের বাসায় কাজ করার সময় সাড়ে ১০টার দিকে লুনা বিদ্যুৎস্পৃষ্ট হলে তাকেও চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে আনার কিছু সময়ের মধ্যে তার মৃত্যু হয়।
ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাক চাপায় এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন অটোরিকশার চার যাত্রী।শনিবার সকালে সদর উপজেলার জারুইলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত আবুল কালাম (৩০) উপজেলার সুলতানপুর গ্রামের রশিদ মিয়ার ছেলে।আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া ট্রাফিক পুলিশের পরিদর্শক মোহাম্মদ বায়েজিদ জানান, আখাউড়া থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরগামী অটোরিকশারকে বিপরীত দিক থেকে আসা ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশা চালক আবুল কালাম মারা যান।দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশ কর্মকর্তা বায়েজিদ।
যশোর : যশোরে বাসে ট্রাকের ধাক্কায় বাসযাত্রী এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে তার মাসহ আরও দুইজন।শনিবার সকালে সদর উপজেলার হুদা রাজাপুরের নঙ্গরপুর মোড়ে যশোর-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।নিহত প্রিয়াস (১৩) বাঘার পাড়া উপজেলার গরীবপুর গ্রামের আবুল খয়েরের ছেলে।আহতরা হলেন, প্রিয়াসের মা ববিতা (৩৫) ও সদর উপজেলার ফরিদপুর গ্রামের রবিউল ইসলামের স্ত্রী রোজিনা বেগম (৩৮)। তাদের যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।সদর উপজেলার খাজুরা পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক মাসুদ হোসেন জানান, সকালে ঢাকা থেকে খুলনাগামী সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নঙ্গরপুর মোড়ে পৌঁছালে মাটিবাহী এবটি ট্রাকে বাসে ধাক্কা দেয়।এতে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে ঘটনাস্থলেই বাসযাত্রী প্রিয়াস মারা যায়। আহত হয় তার মাসহ দুইজন।যশোর সদর হাসপাতালের চিকিৎসক ডা.মনিরুজ্জামান বলেন, আহতদের মধ্যে ববিতাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নওগাঁ: নওগাঁর মহাদেবপুর উপজেলার খোসালবাড়ী এলাকায় বজ্রপাতে আবুল কাশেম (৪০) নামে এক ক্ষেতমজুরের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো দুইজন।শনিবার (১৩ জুন) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।মৃত ক্ষেতমজুর আবুল কাশেম খোসালপুর গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।আহতরা হলেন, একই গ্রামের বাচ্চু (২৫) ও শহীদুল (৩২)। তাদের নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয়রা জানান, বিকেলে গ্রামের পাশের মাঠে একটি জমিতে আবুল কাশেম, বাচ্চু ও শহীদুল কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যান আবুল কাশেম।মহাদেবপুর থানার পরিদর্শক (ওসি) শরীফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।