দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: যুক্তরাষ্ট্রের সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের ফাইল হ্যাকারদের কবলে পড়েছে। ধারণা করা হচ্ছে, চীনা হ্যাকাররাই হ্যাকিং করেছে। ফলে মার্কিন স্পর্শকাতর অনেক তথ্যই এখন তাদের হাতে রয়েছে।শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ কথা জানিয়েছে।
রিপোর্টে বলা হয়েছে,সন্দেহভাজন চীনা হ্যাকাররা দুদফা হ্যাকিং করেছে বলে তদন্তকারীরা মনে করছেন। তারা অফিস অব পার্সোনেল ম্যানেজমেন্ট (ওপিএম)’এর ডাটাবেজ হ্যাক করে সামরিক ও গোয়েন্দা কর্মকর্তা-কর্মচারীদের তথ্য চুরি করে।নাম প্রকাশে অনিচছুক একজন মার্কিন কর্মকর্তা জানান, ডাটাবেজটি খুবই স্পর্শকাতর। কারণ এতে অনেক গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে।
রিপোর্টে বলা হয়, এতে কর্মকর্তা-কর্মচারীদের আর্থিক ইতিহাস, বিনিয়োগ রেকর্ড, পারিবারিক তথ্য, বিদেশীদের সাথে তাদের যোগাযোগ এবং তাদের বন্ধু-বান্ধবদের তালিকাসহ ব্যক্তিগত অনেক তথ্য রয়েছে।সপ্তাহের প্রথম দিকে সরকারি কর্মকর্তা-কর্মচারী ইউনিয়ন থেকে বলা হয়েছে, হ্যাকারদের কাছে সকল ফেডারেল এমপ্লয়িদের স্পর্শকাতর তথ্য চলে গেছে।তবে হ্যাকাররা চীনের কিনা তা ওপিএমের মুখপাত্র স্যামুয়েল সুচুমাচ নিশ্চিত করে বলতে পারেননি।তিনি জানান, হ্যাকিংয়ের কারণে কতোজন লোক ক্ষতিগ্রস্ত হয়েছে তা ওপিএম খতিয়ে দেখছে।