fj2

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল) ১৩ জুন: মুক্তিপনের দাবিতে অপহরনের ১৩দিন পরেও উদ্ধার হয়নি জেলার গৌরনদী পৌর এলাকার আশোকাঠী মহল্লার বাসিন্দা পলাশ সরদার (২৩)৷ অপহৃত পুত্রকে উদ্ধারের জন্য শনিবার বিকেলে র্যাব-৮ এর সহযোগীতা চেয়ে লিখিত আবেদন করেছেন পলাশের মা আনোয়ারা বেগম৷
পলাশের পিতা ইদ্রিস আলী সরদার জানান, তার পুত্র পলাশ দীর্ঘদিন থেকে ঢাকায় বসবাস করে কাজকর্ম করতো৷ গত ৩১ মে রাতে পরিবহনযোগে সে (পলাশ) বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হয়৷ ১ জুন ভোর ৫টার দিকে পলাশ মোবাইল ফোনে তাদের জানায়, কিছু সময়ের মধ্যে পরিবহন থেকে সে আশোকাঠী বাসষ্ট্যান্ডে নামবে৷ এরপর থেকে পলাশের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়৷ ইদ্রিস আলী আরও জানায়, ওইদিন বিকেল সাড়ে পাঁচটার দিকে অজ্ঞাতনামা এক ব্যক্তি পলাশের মোবাইল ফোন দিয়ে তাদের সাথে যোগাযোগ করে ৫০ হাজার টাকা মুক্তিপন দাবি করে৷ পরবর্তীতে ওই নাম্বারটি বন্ধ থাকায় তারা হতাশাগ্রস্থ হয়ে পরেরদিন (২ জুন) গৌরনদী থানায় একটি সাধারন ডায়েরী করেন৷ ঘটনার ১৩দিন অতিবাহিত হওয়ার পরেও প্রশাসন এখনও অপহৃত যুবক পলাশ সরদারকে উদ্ধার করতে না পারায় তার (পলাশের) স্বজনদের মধ্যে চরম হতাশা বিরাজ করছে৷