550

দৈনিকবার্তা-ঢাকা, ১৩ জুন: মগবাজার ইস্কাটন এলাকায় ডবল মার্ডারের ঘটনায় এমপি পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনিকে কারাগারে পাঠিয়েছে আদালত। ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে এ আদেশ দেয়। হত্যা ঘটনায় দায়ের করা মামলায় রিমাণ্ড শেষে শনিবার আদালতে হাজির করা হলে জামিন আবেদন করেন তার আইনজীবি। আদালত ১৬ জুন শুনানির দিন ধার্য্য করে রনিকে কারাাগারে পাঠিয়ে দেয়।এমপি পিনু খান মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য।

শনিবার কোনো রিমান্ড আবেদন না করে মামলা শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি কালো রংয়ের প্রাডো গাড়ি থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম আহত হন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তারা।এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতপরিচয় কয়েকজনকে আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন।২৪ মে মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয় গোয়েন্দা পুলিশকে (ডিবি)। তদন্তভার পাওয়ার এক সপ্তাহের মাথায় বখতিয়ার আলম রনিকে গ্রেফতার করা হয়।

গোয়েন্দা পুলিশ চার দিন জিজ্ঞাসাবাদের পর শনিবার রনিকে ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করে। এসময় রনির পক্ষে জামিনের আবেদন হলে হাকিম আসাদুজ্জামান নূর আগামী ১৬ জুন ওই আবেদনের শুনানির দিন ঠিক করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।আদালতে পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপপরিদর্শক মাহমুদুর রহমান জানিয়েছেন, রনির চিকিৎসার আবেদনও করা হলে বিচারক কারাবিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার আদেশ দিয়েছেন।পুলিশের ভাষ্য অনুযায়ী, গত ১৩ এপ্রিল রাত পৌনে ২টার দিকে রাজধানীর নিউ ইস্কাটনে একটি সাদা মাইক্রোবাস থেকে এলোপাতাড়ি গুলি ছুড়লে তাতে অটোরিকশাচালক ইয়াকুব আলী ও রিকশাচালক আবদুল হাকিম নিহত হন।এ ঘটনায় নিহত হাকিমের মা মনোয়ারা বেগম অজ্ঞাতদের আসামি করে ১৫ এপ্রিল রাতে রমনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে মামলাটির তদন্তভার গোয়েন্দা পুলিশের হাতে আসে।

এই ঘটনায় জড়িত অভিযোগে গত ৩১ মে মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাংসদ পিনু খানের ছেলে রনি ও তার গাড়িচালক ইমরান ফকিরকে গ্রেপ্তার করা হয়।মঙ্গলবার আদালতের মাধ্যমে রনিকে চার দিনের রিমান্ডে নেয় মহানগর গোয়েন্দা পুলিশ।