1434120923

দৈনিকবার্তা-বগুড়া, ১২ জুন: বগুড়া সরকারী শাহসুলতান কলেজের শিক্ষকদের উপরে বর্বরোচিত হামলা চালিয়েছে কলেজটির ছাত্রলীগ নেতা কর্মীরা। সহকরী শিক্ষক নিবন্ধন পরিক্ষায় অসাদু উপায় অবলম্বন করতে না দেয়ায় এই হামলা চালানো হয়। এসময় ইংরেজী এক শিক্ষককে গুলি করে হত্যার হুমকীও দেয়া হয় বলে ওই কলেজ সুত্রে জানাযায়। শিক্ষরা একত্রিত হয়ে ওই নেতা কর্মীদের ধাওয়া করে কলেজ ছাড়া করে। নিরাপত্বর জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়। পরে ওই কলেজের অধ্যক্ষ এবং বগুড়া সরকারী আজিজুলহক কলেজের অধ্যক্ষ সহ জেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতির উপস্থিতিতে বিষয়টি সমঝোতা হয়।

জানাযায়, গতকাল শুক্রবার বগুড়া সরকারী শাহসুলতান কলেজে সহকারী শিক্ষক নিবন্ধন পরিক্ষা চলছিল। এ সময় ওই কলেজ ছাত্রলীগ সভাপতি বিশ্বজিৎ ও সাধারন সম্পাদক রনির কিছু পরিক্ষার্থী অসাদু উপায় অবলম্বন করে। এসময় কর্তব্যরত শিক্ষিকা জেবুন্নেছা তাদের খাতা কেড়ে নেন। এতে ক্ষিপ্ত হয়ে ওই নেতারা শিক্ষিকার সাথে তর্কে লিপ্ত হয়। এ সময় আরেক ইংরেজী শিক্ষক রেজাউল করিম রেজা এগিয়ে আসলে ছাত্রলীগ নেতারা তার উপরেও চড়াও হয় এবং অস্ত্র উচিয়ে গুলি করে হত্যার হুমকী দেয়। একপর্যায়ে শিক্ষকদের চেয়ার ভাংচুর করে। শিক্ষকরা একজোট হয়ে ওই ছাত্রলীগ নেতাদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পরে এবং নিরাপত্বার জন্য পুলিশ আসে। পরে শিক্ষকদের সাথে জেলা স্বেচ্ছা সেবকলীগ সভাপতি আসাদুর রহমান দুলুর বৈঠক হয়। দুপুড়ে আসেন বগুড়া সরকারী আজিজুলহক কলেজের অধ্যক্ষ। সমঝোতা বৈঠকের মাধ্যমে ওই দুই নেতা শিক্ষকদের কাছে ক্ষমা প্রার্থনা করে।এ ব্যপারে সরকারী শাহসুলতান কলেজের অধ্যক্ষ জানান, একটি অপৃতিকর ঘটনার সৃস্টি হয়েছিল পরে নিজেরা বসে তা মিমাংসাও হয়েছে।