3

দৈনিকবার্তা-লালমনিরহাট, ১২ জুন: আসাদুজ্জামান বাবার সাথে দিন মজুরের কাজ করে এস এস সিতে জিপিএ ৫ পেয়েছে। এবার স্বপ্ন দেখছে ব্যারিষ্টার হওয়ার। যদিও সেই স্বপ্ন পুরুণে পথে রয়েছে সংশয় ও নানা বাধা। তারপরও এগিয়ে যেতে চায় আসাদুজ্জামান।সে হাতিবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের দঃ গড্ডিমারী গ্রামের দিন মজুর ইব্রাহিম আলী পুত্র। সে হাতিবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মানবিক শাখায় এবার এস এস সিতে জিপিএ ৫ পেয়েছে। আসাদুজ্জামান লেখাপড়ার পাশাপাশি দিন মজুরের কাজ করে সংসার চলানোর দায়িত্ব কাঁধে নেয়। তার আয় দিয়ে চলে ৬ সদস্যের সংসার। ফলে বন্ধ হয়ে যাওয়ার পথে আসাদুজ্জামানের লেখাপড়া।হাতিবান্ধা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম জি মোস্তফা জানান,সহযোগিতা পেলে আসাদুজ্জামান তার স্বপ্ন পুরণ করতে পারবে।