rain-field_277133

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুন: অবশেষে পরিত্যাক্ত ঘোষণা করা হলো বাংলাদেশ-ভারতের প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা। আর বাকি তিন দিনের খেলা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। বৃহস্পতিবার সকাল থেকে চলা বৃষ্টির কারণে মাঠ খেলার উপযুক্ত না হওয়ায় ম্যাচ রেফারি দুপুর ২টার দিকে দ্বিতীয় দিনের খেলা পরিত্যাক্ত ঘোষণা করেন।প্রথম দিন বৃষ্টির কারণে ম্যাচের চার ঘণ্টা খেলা বন্ধ থাকায় এবং ৩৪ ওভারের মতো খেলা না হওয়ায় দ্বিতীয় দিন খেলা আধাঘণ্টা এগিয়ে আনা হয়। তবে বৃষ্টির কারণে আজ একটি বলও মাঠে গড়ায়নি। এদিকে স্টেডিয়াম নিয়ে বেজায় চটেছেন ভারতীয় ক্রিকেটাররা। এমন একটি আন্তর্জাতিক স্টেডিয়ামে পানি নিষ্কাশনের ভালো ব্যবস্থা না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সাংবাদিকরাও এ নিয়ে হাসাহাসি করেন বলে জানা গেছে।

বুধবার ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিং নেন ভারতের অধিনায়ক কোহলি। প্রথম দিনের খেলা শেষে ৫৬ ওভারে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ২৩৯ রান। শিখর ধাওয়ান ১৫০ ও মুরালি বিজয় ৮৯ রান নিয়ে অপরাজিত আছেন।