ARREST_2540291b

দৈনিকবার্তা-বগুড়া , ১১ জুন: বগুড়ার দুপচাঁচিয়া থেকে ৫০০ গ্রাম হেরোইনসহ স্বামী ও স্ত্রীকে আটক করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর সান্তাহার সার্কেলের একটি দল উপজেলার মুর্তজাপুর থেকে তাদের আটক করে। আটকেরা হলেন চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার ধানসুরা গ্রামের গোলাম মোস্তফার ছেলে তাইনুস আলী (৩৪) ও তার স্ত্রী হালিমা বেগম (৩০)।

বগুড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সান্তাহার সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপচাঁচিয়া-আক্কেলপুর সড়কের জিয়ানগরের মুর্তজাপুর তিনমাথা মোড়ে অভিযান চালানো হয়। এ সময় আক্কেলপুর থেকে দুপচাঁচিয়াগামী হিরো পালসার মোটরসাইকেলে (ঢাকা মেট্রো-ই ৩৩১৪২৬) করে যাওয়া তাইনুস আলী ও তার স্ত্রী হালিমা বেগমের গতিরোধ করা হয়।

পরে তাদের দেহ তল্লাশি করে তাইনুসর কাছ থেকে দু’টি প্যাকেটে ২০০ গ্রাম ও তার স্ত্রী হালিমা বেগমের কাছ থেকে তিনটি প্যাকেটে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটক হেরোইনের আনুমানিক মূল্য ৫০ লাখ টাকা। পরে হেরোইন ও মোটরসাইকেলসহ আটকদের দুপচাঁচিয়া থানায় সোপর্দ করা হয়। এ সংক্রান্ত মাদকদ্রব্য নিয়ন্ত্রক অধিদফতর সান্তাহার সার্কেলের পরিদর্শক মোহাম্মদ মনিরুজ্জামান বাদী হয়ে দুপচাঁচিয়া থানায় মামলা করেছেন।