1_86718

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুন: নেপালের উত্তরপূর্বাঞ্চলে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৫ জনের প্রাণহানি ঘটেছে এবং আরো ১৫ নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার স্থানীয় সরকারের এক কর্মকর্তা একথা বলেন। সুরেন্দ্র কুমার ভট্টরাই বলেছেন, ভূমিধসে নেপালের পার্বত্য তেপ্লিজুং এলাকায় ১২টি বাড়ি মাটির নিচে চাপা পড়ে। নেপালে দু’টি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় আট হাজার ৭শ’ লোকের প্রাণহানির মাত্র দুই সপ্তাহ পর এ ভূমিধসের ঘটনা ঘটলো।

সহকারি জেলা প্রধান ভট্টরাই বলেন, ‘আমরা এ ঘটনায় ১৫ জনের লাশ উদ্ধার করেছি এবং এতে আরো ১৫ জন নিখোঁজ রয়েছে। তিনি এএফপিকে আরো বলেন, ভূমিধসের ঘটনায় ১০ জন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থলে আহতদের সাহায্য করছে।’উল্লেখ্য, নেপালে বর্ষা মৌসুম চলাকালে প্রতি বছর বন্যা ও ভূমিধসে অনেক লোকের প্রাণহানি ঘটে থাকে।