দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুন: বৃহস্পতিবার সকাল ০৭.৪৫ টায় দারুসসালাম থানাধীন বাগবাড়ী ও গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে আবুল বাশার হত্যা মামলার ০২ আসামীকে গ্রেফতার করেছে দারুসসালাম থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো ১। মোঃ শহীদুল ইসলাম ওরফে ভুট্ট ও ২। মোঃ রাকিবুল হাসান ওরফে রকি। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের দেখানো মতে, আবুল বাশার এর মৃতদেহ উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায় যে, তারা গত ১৭/০২/২০১৫ খ্রি. তারিখ রাত্র অনুমান ০৮.৩০ টায় গাবতলি সিটি কলোনী গলি নং-১৫, থানা-দারুস সালাম থানাধীন দ্বীপনগরস্থ প্রস্তাবিত কাঁচাবাজার এর ভিতরে পূর্ব দক্ষিণ কোনে ফাঁকা স্থানে নিয়ে গিয়ে ছুরিকাঘাত করে খুন করে এবং আবুল বাশারের মৃতদেহ কাঁচা মালের প্রজেক্ট এর পরিত্যক্ত বাথরুমের ভিতরে লুকিয়ে রাখে। দারুস সালাম থানার অফিসার ইনচার্জ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।