1432910926

দৈনিকবার্তা-চাঁদপুর, ১১ জুন: সরকার ১ জুলাই থেকে দেশের সব ফেরি ঘাটের ইজারা প্রথা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।বৃহস্পতিবার দুপুরে চাঁদপুরের মতলবের কালিতলা বাইশপুর ফেরি ঘাটে চাঁদপুর ও মুন্সিগঞ্জের গজারিয়া রুটে নতুন ফেরি সার্ভিসের উদ্বোধনকালে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান এ কথা জানিয়েছেন। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে শাহজাহান খান বলেন, ইতিমধ্যে ঢাকার সদরঘাট ও শিমুলিয়া ফেরি ঘাটের ইজারা বাতিল করা হয়েছে। বর্তমান সরকার নৌপথে মানুষের চলাচল সহজতর করতে এই পদক্ষেপ নিয়েছে। মন্ত্রী জানান, নৌপথে দুর্ঘটনায় নিহতদের পরিবারের সদস্যদের সরকারি সাহায্য বাড়িয়ে দেড় লাখ টাকা করা হবে। বিএনপির আমলে এ সাহায্যের পরিমাণ ছিল মাত্র ৩০ হাজার টাকা।এর আগে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সংসদ সদস্য মৃণাল কান্তিসহ মন্ত্রাণালয়েরে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।