bgb5

দৈনিকবার্তা-চুয়াডাঙ্গা, ১১ জুন: চুয়াডাঙ্গা ৬ বিজিবি’র সীমান্ত ফাঁড়ির সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ৪ লাখ ২৩ হাজার টাকা মূল্যের এক হাজার ৫৮ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। বুধবার রাতে ফেনসিডিলগুলো আটক করা হয়েছে।

চুয়াডাঙ্গা ৬ বিজিবি পরিচালক লে. কর্ণেল এসএম মনিরুজ্জামান (বিজিবিএম) ফেনসিডিল আটকে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সয়বাদের ভিত্তিতে বুধবার রাতে পৃথক অভিযান চালিয়ে সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদা উপজেলার নাস্তিপুর তেতুলতলা হতে ২ লাখ ৮শ’ টাকা মূল্যের ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।

অপরদিকে, রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার মানিকপুর মাঠ হতে ২ লাখ ৮ হাজার টাকা মূল্যের ৫২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।এছাড়া, মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জীবননগর উপজেলার হরিহরনগর মাঠ হতে ১৪ হাজার টাকা মূল্যের ৩৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়।