1431663475_110210_dollars_reuters_ap_605 (1)

দৈনিকবার্তা-ঢাকা, ১১ জুন: চলতি ২০১৪-১৫ অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ১৩১৪ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ এক লাখ ২ হাজার ২৬।বাজেট দলিলাদি হিসেবে দেওয়া বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা, ২০১৫-এর উপাত্তে চলতি মূল্যে মাথাপিছু আয়ের এ তথ্য মিলেছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গত ৪ জুন জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের জাতীয় বাজেট উপস্থাপন করেন।২০১৩-১৪ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ১৮৪ মার্কিন ডলার। টাকার অঙ্কে যার পরিমাণ ৯২ হাজার ১৫। বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে মাথাপিছু জাতীয় আয় বেড়েছে প্রায় ১১ শতাংশ।এর আগে ২০১২-১৩ অর্থবছরে মাথাপিছু আয় ছিল এক হাজার ৫৪ মার্কিন ডলার বা ৮৪ হাজার ২৮৩ টাকা।অর্থনৈতিক সমীক্ষার তথ্য অনুসারে ২০১৪-১৫ অর্থবছরে চলতি বাজারমূল্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) পরিমাণ গিয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ১৩ হাজার ৬০০ কোটি টাকা। গত অর্থবছরে এর পরিমাণ ছিল ১৩ লাখ ৪৩ হাজার ৬৭৪ কোটি টাকা। তার আগের বছর জিডিপি ছিল ১১ লাখ ৯৮ হাজার ৯২৩ কোটি টাকা।