fensidil_9875

দৈনিকবার্তা-গাজীপুর, ১১ জুন: গাজীপুরের টঙ্গীর একটি বাড়িতে আমের ঝুড়িতে রেখে ফেনসিডিল বিক্রির সময় ৯২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় ইফতেখার আলম, ববিতা, বাবু ও নয়ন নামে চার মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে টঙ্গীর দত্তপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালায় পুলিশ। এসময় ওই বাড়ির একটি কক্ষে থেকে আমের ঝুড়িতে রাখা ৯২ বোতল ফেনসিল উদ্ধার করা হয়। পরে ফেনসিডিল কেনা বেঁচার দায়ে ওই চারজনকে আটক করে পুলিশ। আটককৃতরা মাস খানেক আগে ওই বাড়ির একটি রুম ভাড়া নিয়ে মাদক কেনাবেঁচা করছিল। আটককৃতরা সংঘবদ্ধ মাদক চক্রের সদস্য এবং তারা সীমান্ত এলাকা থেকে ফেনসিডিল এনে টঙ্গীর বিভিন্ন এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে টঙ্গী থানার ওসি।