1433911206

দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: সাতক্ষীরার শ্যামনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শ্যামনগরেই মারা গেছেন চারজন।জানা গেছে, সাতক্ষীরায় বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের সাহেব আলী(৩৮), তারানিপুর গ্রামের মনজেল গাজির ছেলে আব্দুল হামিদ(৪৫), পাতড়াখোলা গ্রামের অজেদ গাজীর স্ত্রী সাজিদা বেগম(৪২) ও একই উপজেলার পরাণপুর গ্রামের নবাব আলীর ছেলে জিয়াদ আলী (৬০)। স্থানীয় সূত্র ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, হামিদ ঘেরের বাসা থেকে বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতে নিহত হন। প্রায় একই সময় বসতঘরে থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন সাজিদা বেগম। বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন জিয়াদ আলী। তবে সাহেব আলী’র নিহত হবার কথাটা তিনি নিশ্চিত করেনি। শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, তার এলাকায় নিহত চারজনের মধ্যে নকিপুর গ্রামের আমজাদ আলীর স্ত্রী সাজেদা খাতুন (২৫) পানি আনতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন।এদের মধ্যে আব্দুল হামিদ তার মাছের ঘেরে যাওয়ার সময় এবং জিয়াদ আলী ছাগল চরানোর সময় মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শ্যামনগর থানার ওসি।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজের ধানক্ষেতে বজজ্রপাতে নিহত হন সাতগাঁও গ্রামের কৃষক মো. নুরুল আমিন (৫০) ।বিজয়নগর থানার ওসি মো. আবদুর রব জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আমিন।