দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: সাতক্ষীরার শ্যামনগর ও ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বজ্রপাতে পাঁচজন নিহত হয়েছেন। এর মধ্যে শ্যামনগরেই মারা গেছেন চারজন।জানা গেছে, সাতক্ষীরায় বজ্রপাতে চার জন নিহত হয়েছেন। বুধবার ভোর ৬টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় এ ঘটনাটি ঘটে। নিহতরা হলেন, শ্যামনগর উপজেলার সোরা গ্রামের সাহেব আলী(৩৮), তারানিপুর গ্রামের মনজেল গাজির ছেলে আব্দুল হামিদ(৪৫), পাতড়াখোলা গ্রামের অজেদ গাজীর স্ত্রী সাজিদা বেগম(৪২) ও একই উপজেলার পরাণপুর গ্রামের নবাব আলীর ছেলে জিয়াদ আলী (৬০)। স্থানীয় সূত্র ও শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক তাদের মৃত্যুর খবর নিশ্চিত করে বলেন, হামিদ ঘেরের বাসা থেকে বাড়ি ফেরার সময় পথে বজ্রপাতে নিহত হন। প্রায় একই সময় বসতঘরে থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন সাজিদা বেগম। বাড়ির সামনে রাস্তায় থাকা অবস্থায় বজ্রপাতে নিহত হন জিয়াদ আলী। তবে সাহেব আলী’র নিহত হবার কথাটা তিনি নিশ্চিত করেনি। শ্যামনগর থানার ওসি এনামুল হক জানান, তার এলাকায় নিহত চারজনের মধ্যে নকিপুর গ্রামের আমজাদ আলীর স্ত্রী সাজেদা খাতুন (২৫) পানি আনতে যাওয়ার সময় বজ্রপাতের শিকার হন।এদের মধ্যে আব্দুল হামিদ তার মাছের ঘেরে যাওয়ার সময় এবং জিয়াদ আলী ছাগল চরানোর সময় মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান শ্যামনগর থানার ওসি।এদিকে, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় নিজের ধানক্ষেতে বজজ্রপাতে নিহত হন সাতগাঁও গ্রামের কৃষক মো. নুরুল আমিন (৫০) ।বিজয়নগর থানার ওসি মো. আবদুর রব জানান, বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান আমিন।
সাতক্ষীরা, ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে নিহত ৫
সাম্প্রতিক
বার্তা-মঞ্চ
বিওয়াইডি’র ৩০ বছর পূর্তি উদযাপনে তিন দিনব্যাপী কার্নিভাল অনুষ্ঠিত
বৈদ্যুতিক গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান বিওয়াইডি (বিল্ড ইওর ড্রিম) নিজেদের ৩০ বছর পূর্তি উদযাপন করেছে। পাশাপাশি, চীনের শেনঝেন-শানওয়েই স্পেশাল কো-অপারেশন জোনের শিয়াওমো প্রোডাকশন বেইজে নিজেদের...
ইউআইইউ-তে আধুনিক সোলার ল্যাব উদ্বোধন করলো হুয়াওয়ে
বাংলাদেশ সৌরশক্তি খাতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর ফলে দেশে নবায়নযোগ্য শক্তি ব্যবহারের ব্যাপক সম্ভাবনা সৃষ্টি হচ্ছে। এই চাহিদা বিবেচনা করে হুয়াওয়ে এবং ইউনাইটেড...
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে দিনব্যাপী এসওএসবি’র সাইন্টিফিক সেমিনার
গাজীপুরে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সার্জারী ডাক্তারদের বড় সংগঠন সোসাইটি অব সার্জনস অব বাংলাদেশের (এসওএসবি) সাইন্টিফিক সেমিনার। শনিবার সকাল থেকে বিকেল পর্যন্ত গাজীপুরে শহীদ...
পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সম্পন্ন
বিদ্যুৎ উৎপাদনে যাবার চূড়ান্ত প্রস্তুতির অংশ হিসেবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে আরেক ধাপ অগ্রগতি হয়েছে। ইউনিটটিতে রিয়্যাক্টর এসেম্বলির কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। পরবর্তী...
দশটি খাতে ইন্টেলিজেন্ট সল্যুশন ও ফ্ল্যাগশিপ পণ্য উন্মোচন করলো হুয়াওয়ে
সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রদর্শনী ‘জিটেক্স গ্লোবাল ২০২৪’ প্রদর্শনীতে হুয়াওয়ে এর সহযোগী প্রতিষ্ঠানগুলির সাথে সম্মিলিতভাবে পাবলিক ইউটিলিটি, পরিবহন, আর্থিক সেবা, বৈদ্যুৎ, তেল,...