news_img

দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছে ঢাকার একটি আদালত।বিএনপি নেতৃত্বাধীন জোটের কর্মসূচিকে কেন্দ্র করে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় আনা একটি মামলায় রিজভীকে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন জানায় পুলিশ। অন্যদিকে এ মামলায় তার জামিনের আবেদনও পেশ করা হয়।জামিনের আবেদন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয়া হয়েছে।ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মারুফ হোসেনের আদালত বুধবার এ আদেশ দেয়।রাজধানীর গুলশানের বারিধারা আবাসিক এলাকা থেকে গত ৩০ জানুয়ারি রিজভীকে গ্রেফতার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এরপর বিভিন্ন মামলা তদন্তের স্বার্থে তাকে কয়েক দফা রিমান্ড মঞ্জুর করে আদালত।