worldCup1433863470

দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: ফিফা রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ২০১৯র বাছাইপর্ব শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে৷ উদ্বোধনী দিনে নিজেদের প্রথম হোম ম্যাচে কিরগিজস্তানের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ৷ ম্যাচের আগে বাংলাদেশের কোচ লোডউইক ডি ক্রুইফ জানালেন, শতভাগ উজাড় করেই খেলবে স্বাগতিকরা৷এদিকে, কিরগিজ কোচ অ্যালেকজ্যান্ডার ক্রেস্টিনিন জানালেন, ঘরের মাঠে খেলা হওয়ায় হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ৷ম্যাচকে সামনে রেখে শেখ জামাল ধানমণ্ডি ক্লাবের মাঠে শেষ মুহুর্তের প্রস্তুতি সেরে নিয়েছেন লোডউইক ডি ক্রুইফেরে শিষ্যরা৷ ইনজুরির কারণে কিরগিজস্তানের বিপক্ষে বাংলাদেশ স্কোয়াডে থাকছেন না জাহিদ ওয়াহেদ ও রিয়াসসাতরা৷ তাদের অনুপস্থিতি জয়ের পথে বাধা হতে পারে বলে মনে করেন ডি ক্রুইফ৷

তিনি বলেন, আমাদের দলে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড় ইনজুরিতে রয়েছে৷ যার প্রভাব ম্যাচেও পড়বে৷ আর কিরগিজস্তানের খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে৷ তাই ওদের বিপক্ষে লড়াইটা সহজ হবে না৷ফিফা র্যাঙ্কিংয়ে ১৫৩ নম্বরে কিরগিজিস্তান৷ বাছাইপর্বের ম্যাচের আগে শেষ ১০ মাসে কোন প্রস্তুতি ম্যাচ খেলেনি তারা৷ বাংলাদেশের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না বলে মনে করেন কিরগিজ কোচ অ্যালেকজ্যান্ডার ক্রেস্টিনিন৷কিরগিজ এ কোচ বলেন, বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে সহজভাবে নিচ্ছি না আমরা৷ ঘরের মাঠে খেলা বলে হোম অ্যাডভান্টেজ পাবে বাংলাদেশ৷ ম্যাচটি আমাদের জন্য কঠিন হবে৷রাশিয়া বিশ্বকাপ ২০১৮ ও এএফসি এশিয়ান কাপ ২০১৯ এর বাছাইপর্ব৷ একইসঙ্গে দুটি টুর্নামেন্টের জন্য বাছাইয়ের ম্যাচ বাংলাদেশের সামনে৷যেখানে তাদের প্রতিপক্ষ কিরগিস্তান৷ যাদের বিপক্ষে পরিসংখ্যানটা সুখকর নয় বাংলাদেশের জন্য৷ শেষ দুবারের দেখায় জয় পায়নি স্বাগতিকরা৷ ২০০৭ সালে নেহেরু কাপে ৩-০ গোলে হারের পর ২০০৮ সালে এএফসি বাছাই পর্বের ম্যাচে ২-১ গোলে হারে বাংলাদেশ৷