দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া বিএনপির দ্বিমুখী নীতির কঠোর সমালোচনা করে বলেছেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় থাকলে ভারতের বন্ধু, আর বিরোধীদলে গেলে তারাই বড়ো ভারত বিদ্বেষী দল হয়ে যায় ।ডেপুটি স্পিকার বুধবরা জাতীয় প্রসক্লাব মিলনায়তনে জাতীয় স্কেলে বেতনের দাবি আদায়ের লক্ষ্যে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।ডেপুটি স্পিকার দেশের গণতন্ত্র সম্পর্কে নরেন্দ্র মোদির সাথে আলাপকালে বিএনপি নেতৃবৃন্দের বক্তব্যকে ভিত্তিহীন আখ্যায়িত করে বলেন, দেশে গণতন্ত্র আছে এবং থাকবে। আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে। গণতন্ত্রের মধ্যেই আওয়ামী লীগের জন্ম। বিএনপির জন্ম সামরিক শাসনে, তারা গণতন্ত্রের কিই বা বুঝবে।তিনি বিএনপি’র উদ্দেশ্যে বলেন, আপনারা অনেক দেন-দরবার করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছেন। অথচ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির ঢাকা সফরকালে তার সঙ্গে দেখা করেননি। ডেপুটি স্পিকার বলেন, ভারতের সঙ্গে স্থল সীমান্ত চুক্তি অনুসমর্থন বর্তমান সরকারের অন্যতম সাফল্য। বঙ্গবন্ধুর সময়ে অসমাপ্ত কাজ তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পন্ন করতে পেরেছেন।তিনি সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্র“তি দেয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।
স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী রুহুল আমিন চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহসম্পাদক সাগর আহমেদ শাহীন, উপকমিটির সহসম্পাদক এম এ করিম, ওলামা লীগের সভাপতি ইলিয়াস হোসাইন বিন হেলালী, সমিতির মহাসচিব কাজী মোখলেছুর রহমান প্রমুখ।বক্তারা জাতীয় স্কেলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের অন্তর্ভুক্তির বিষয়ে প্রধানমন্ত্রী এবং শিক।ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে ডেপুটি স্পিকারের সহযোগিতা কামনা করেন।অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া বলেন, আলেম সমাজের প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আলাদ দরদ আছে। বর্তমান সরকার ২৬ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে। কাজেই ঠিক সময়ে যথাযথভাবে দাবি উপস্থাপন করতে পারলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের দাবি পূরণ হতে পারে।