দৈনিকবার্তা-রাজশাহী, ১০ জুন: সরকারীভাবে ধান-চাল সংগ্রহ অভিযানে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তিসহ ৭ দফা দাবিতে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেছেন স্থানীয় ওয়ার্কাস পার্টির নেতা-কর্মীরা। সকাল ১০টায় উপজেলা সদরে বিক্ষোভ মিছিল শেষে তারা ইউএনও’র কার্যালয় ঘেরাও করেন। এরপর তারা সেখানে সমাবেশ করেন।
উপজেলা ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন রাজশাহী জেলা ওয়ার্কাস পার্টি সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, সাধারণ সম্পাদক শামসুজ্জোহা, মহানগর ওয়ার্কাস পার্টি সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল হক তোতা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ‘সরকারের চলতি ধান-চাল সংগ্রহ অভিযানে কিছু সরকারী কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের কারণে সাধারণ কৃষকেরা চরম হয়রানির স্বীকার হচ্ছেন। খাদ্য গুদামে চলছে নজিরবিহীন দুর্নীতি। এসব দুর্নীতি বন্ধ করে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের শাস্তির দাবি করা হয় ওই সমাবেশে।’