দৈনিকবার্তা-খুলনা, ১০ জুন: পরীক্ষার মাধ্যমে মেধা যাচাইয়ের মধ্য দিয়ে সরকারি পলিটেকনিকে ভর্তির প্রক্রিয়া চালু রাখার দাবি জানিয়েছে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। বুধবার এ দাবিতে নগরীতে মানববন্ধন করেছে ছাত্র-ছাত্রীরা। বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রায় ৫শতাধিক ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকগণ এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে শিক।ষার্থীরা দাবি করেন, এসএসসির রেজাল্টের ভিত্তিতে সরকারি পলিটেকনিকে ভর্তির যে স্বিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে সেটা বন্ধ করে পরীক্ষার মাধমে মেধা যাচাই করেই ভর্তি করতে হবে। কোন প্রকার পূর্ব ঘোষনা ও আগাম প্রস্তুতি ছাড়াই এ স্বিদ্ধান্ত উচ্চতর শিক্ষা গ্রহণে শিক্ষার্থীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। তারা বলেন, অনেক মেধাবী শিক্ষার্থী বিভিন্ন কারণে এসএসসিতে কম পয়েন্ট পেয়েছে।
রেজাল্ট খারাপ করার ফলে পয়েন্টের ভিত্তিতে ভর্তির প্রক্রিয়া চালু হলে ওই সব মেধাবীরা ভর্তি হতে পারবে না। এছাড়াও এ বছর দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সারা দেশেই এসএসসির ফল বিপর্যয় ঘটেছে। অনেক শিক্ষার্থী মেধাবী হয়েও ভাল ফল করতে পারেনি। তারা আরও দাবি করে, পলিটেকনিকে ভর্তির ক্ষেত্রে ভোকেশনাল কোটা রয়েছে ১৫ শতাংশ, মহিলা কোটা রয়েছে ২০ শতাংশ, প্রতিবন্ধি কোটা ৫শতাংশ, মুক্তিযোদ্ধা কোটা, শিক্ষক কর্মকর্তাদের কোটা, উপজাতি ও সংরক্ষিত কোটা মিলে হয় ৫২ শতাংশ। বাকি মাত্র ৪৮ শতাংশ সাধারণ শিক্ষার্থী রেজাল্টের ভিত্তিতে ভর্তি হতে পারবে। এ অবস্থায় অনেক মেধাবী শিক্ষার্থীই ইচ্ছা থাকা স্বত্তেও পলিটেকনিকে ভর্তি হতে পারবে না। অন্যদিকে এ বছর শহর ও শহরের বাইরের অনেক ছাত্র-ছাত্রী এসএসসির পরীক্ষার পর থেকেই ভর্তির জন্য পড়াশোনা শুরু করেছে। কোন প্রকার পূর্ব ঘোষনা ছাড়াই রেজাল্টের ভিত্তিতে ভর্তির এ সিদ্ধান্ত শিক্ষার্থীদেরকে চরমভাবে হতাশ করেছে। শিক্ষর্থীরা অবিলম্বে সরকারের এ সিদ্ধান্ত বাতিল করে পরীক্ষার মাধ্যমে পলিটেকনিকে ভর্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন রায়হান ইসলাম, সোহান শরীফ, মোকসেদ মুকুল, হিমেল, নাহিদ, ধ্র“ব, রিক্তা, লিরা, শাপলা আক্তার, ফারজানা আক্তার, জাকিয়া সুলতানা, প্রজ্ঞা, মীম, মুরাদ, শাকিল, হান্নান, বায়জিদ, রফিকুল, সবুজ, হেদায়েতুল, রাহাত, আল আমিন, আহাদুজ্জামান, শোভা, তানজিয়া, রাসেল, কনা, আকাশ প্রমুখ।