SAMSUNG CAMERA PICTURES

দৈনিকবার্তা-রাজশাহী, ১০ জুন: সীমান্তে মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার প্রতিরোধে রাজশাহীর গোদাগাড়ীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরী বাহিনীর (বিএসএফ) মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিজিবি’র সাহেবনগর সীমান্ত ফাঁড়ি সংলগ্ন চর আষাড়িয়াদহ ইউনিয়ন পরিষদ (ইউপি) হলরুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বিজিবি’র পে নেতেৃত্বে দেন ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আনোয়ারুল হক। বিএসএফ-এর পক্ষে বৈঠকে নেতেৃত্ব দেন ৪ বিএসএফ’র কমান্ডিং অফিসার আরডি ডোর্গা। এর আগে সকালে আর.ডি ডোর্গার নেতৃত্বে বিএসএফ’র ২০ সদস্যর একটি প্রতিনিধি দল কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে আসলে বিজিবি’র ৩৭ ব্যাটালিয়নের অধিনায়ক তাদেরকে ফুলেল শুভেচ্ছা জানান। প্রায় দুই ঘন্টাব্যাপি ওই বৈঠকে সীমান্তে চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধে দুই দেশের সীমান্তরী বাহিনীর করণীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়। সীমান্ত এলাকায় দুই দেশের বাহিনীর মধ্যে সম্প্রীতি বজায় রাখতে এ ধরণের আলোচনা খুবই ফলপ্রসু হবে বলে আশা করা হচ্ছে।