দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: চার দফা দাবিতে ঢাকার মিটফোর্ড হাসপাতালের তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীদের কর্মবিরতির কারণে ভোগান্তি পোহাতে হয়েছে রোগী ও তাদের স্বজনদের৷ আন্দোলনরত কর্মচারীরা আগের ঘোষণা অনুযায়ী বুধবার সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত হাসপাতালের চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে৷হাসপাতালের ওয়ার্ড বয়, ওয়ার্ড মাস্টার, এমএলএসএস, সুইপার, করণীক, অফিস সহকারীরা এ কর্মসূচিতে যোগ দেন৷তাদের এ কর্মসূচির সময় হাসপাতালের বহির্বিভাগে টিকেট বিক্রি বন্ধ থাকে৷ জরুরি বিভাগের টিকেট বিক্রিও থমকে যায়৷বিথী নামের চার বছরের এক শিশুকে নিয়ে তার বাবাকে বেলা সাড়ে ১১টার সময় প্যাথলজি পরীক্ষার টাকা জমা দেওয়ার জন্য বহির্বিভাগের কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ কিন্তু সেখানে কেউ না থাকায় তিনি টাকা জমা দিতে পারেননি৷বিথীর বাবার মতো অনেককেই এ সময় বহির্বিভাগ ও জরুরি বিভাগের সামনে অসহায় হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়৷ওই সময় হাসপাতালের কয়েকটি ওয়ার্ড ঘুরে চিকিত্সক ও নার্সদের দেখা গেলেও ওয়ার্ড বয় বা পরিচ্ছন্নতাকর্মীদের কাউকে পাওয়া যায়নি৷
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালের উপ পরিচালক আবদুল মজিদ সাংবাদিকদের বলেন, তারা দায়িত্ব পালন না করলে চিকিত্সা সেবা ব্যাহত হওয়াইতো স্বাভাবিক৷ তৃতীয় শ্রেণি কর্মচারী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মতিন বলেন, রোগীদের সমস্যার কথা বিবেচনা করে কর্মবিরতির সময় প্রতিটি কাউন্টারে চারজনের জায়গায় একজনকে আমরা থাকতে বলেছি৷ কেউ যদি সেখানে না থেকে আন্দোলনে যোগ দেয়, তাহলে সেটার দায়-দায়িত্ব তার৷তিনি বলেন, বৃহস্পতিবারও বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত তাদের এই কর্মবিরতি চলবে৷আন্দোলনরত কর্মীদের চার দফা দাবিগুলো হল- কর্মচারীদের আবাসন সমস্যার সমাধান, পোষ্য কোটা থেকে চলি্লশ শতাংশ নিয়োগ, অসুস্থ কর্মচারীদের জন্য আলাদা বিছানা ও হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মীদের (সুইপার) আবাসিক ভবন না ভাঙা৷চতুর্থ শ্রেণির কর্মচারী সমিতির সভাপতি মো. রেনু মিয়া বলেন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী রয়েছেন ৭৯০ জন৷ তাদের মধ্যে ৭৩ জনের আবাসনের ব্যবস্থা থাকলেও বাকিদের অল্প বেতনের চাকরি করে ভাড়া বাসায় থাকতে হচ্ছে৷ তাদের বেতনের একটি বড় অংশ চলে যাচ্ছে বাড়ি ভাড়ায়৷হাসপাতালের পরিচালক জাকির হাসান বলেন, আবাসান সমস্যার সমাধান করতে সময় প্রয়োজন৷ আমরা পদক্ষেপ নিয়েছি, আশা করছি অচিরেই সমাধান হবে৷