দৈনিকবার্তা-ঢাকা, ১০ জুন: ইরাকিদের প্রশিক্ষণ দিতে সেখানে আরো কয়েকশো মার্কিন সৈন্য মোতায়েনে অনুমোদনের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ বুধবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে৷প্রতিবেদনে বলা হয়েছে, ইসলামিক স্টেট গ্রুপের অগ্রযাত্রা থামিয়ে দেয়ার লক্ষ্যেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে৷মার্কিন কর্মকর্তারা জানান, ওবামা ইরাকি সেনাবাহিনী ও সুনি্ন যোদ্ধাদের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে আরো ৫০০ সৈন্য পাঠানোর বিষয়ে অনুমোদন দেয়ার কথা বিবেচনা করছেন৷জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র আলিস্টায়ার বাস্কি বলেছেন, প্রশিক্ষণ কর্মসূচিসহ অন্যান্য সরঞ্জাম আরো বাড়ানোর মধ্যদিয়ে ইরাকি নিরাপত্তা বাহিনীকে শক্তিশালী করতে আমরা বেশ কয়েকটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করছি৷ সৈন্য সংখ্যা বাড়ানো তার মধ্যে একটি৷
পেন্টাগনের মুখপাত্র কর্নেল স্টিভান ওয়ারেন বলেন, আমরা নিশ্চিত বর্তমান মিশনের আওতায় ইরাকি নিরাপত্তা বাহিনীর আরো সদস্যকে প্রশিক্ষণ দেয়াটাই হবে একটি উত্তম পদক্ষেপ৷ কারণ এর আগে আমাদের প্রশিক্ষণ দেয়া ইরাকি বাহিনীর সদস্যদের কাছ থেকে প্রত্যাশার চেয়ে অনেক বেশি ফল পাওয়া গেছে৷সমপ্রতি ইরাকের রামাদি ও সিরিয়ার পালমিরায় ইসলামিক স্টেট গ্রুপের যোদ্ধাদের সাফল্যের কারণে এ যুদ্ধে জয়লাভে মার্কিন বিমান বাহিনী ও ইরাকি স্থল বাহিনীর ওপর নির্ভরতার ওবামার কৌশল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে৷ তবে এক্ষেত্রে নতুন কোন পদক্ষেপ নেয়ার চেয়ে পেন্টাগন বর্তমান মিশনকে আরো শক্তিশালী করার পরিকল্পনাই হাতে নিয়েছে৷