দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জুন: রাজধানীর মিরপুর থেকে ৫০ লাখ জাল টাকাসহ জালিয়াত চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।সোমবার রাতে মিরপুর মডেল থানাধীন মধ্য মনিপুর আদর্শ রোড এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে জাল টাকা ও টাকা তৈরীর সরঞ্জামসহ এ ছয়জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেফতারকৃতরা হল:জালিয়াত চক্রের মুলহোতা মোঃ শফিকুল ইসলাম ওরফে শামীম, মোঃ সোহাগ অধিকারী,মোঃ সুমন আহমেদ, মোঃ বায়েজীদ উদ্দিন ,মোঃ সিদ্দিকুর রহমান ও জেসমিন আক্তার।এ সময় ছাপা ও অর্ধছাপা বাংলাদেশী ১০০০ ও ৫০০ টাকা মূল্যমানের জালনোট, টাকা তৈরির কাগজ, ১২টি ফ্রেম, রং, নিরাপত্তা সুতা, ৩টি ল্যাপটপ, ১টি ডেক্সটপ, ৩টি প্রিন্টার, ১০০০ ও ৫০০ টাকা লেখা জলছাপ দেওয়া কাগজ ১২ বান্ডিল, ২টি কার্টার এবং অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় , গ্রেফতারকৃত শফিকুল ইসলাম শামীম দীর্ঘ প্রায় ৬/৭ বছর ধরে জালটাকার ব্যবসার সাথে জড়িত । বিভিন্ন সময় সে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বাড়ী ভাড়া নিয়ে জালটাকা তৈরীর কারখানা বসায়। বিপুল পরিমাণ জাল টাকা, ভারতীয় রুপি, ডলার, ইউরোসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের টাকা তৈরি করে দেশব্যাপী বিস্তৃত সিন্ডিকেটের মাধ্যমে ঢাকা সহ সারা দেশে বাজারজাত করে থাকে। মূলত ঈদ, পূজা ও বিভিন্ন উৎসবকে সামনে রেখে তারা এই ব্যবসা করে থাকে।ডিএমপি সূত্র জানায়, আগামী রমজান মাসকে টার্গেট করে প্রায় ৫০লক্ষ জালটাকা বাজারে ছাড়ার পরিকল্পনা নিয়ে এই চক্র কাজ করছিল। ইতিপূর্বেও শফিকুল ও তার সহযোগীরা একাধিক বার পুলিশের হাতে জালটাকা প্রস্তুত ও কেনা-বেচা করতে গিয়ে গ্রেফতার হয়েছে।উল্লেখ্য, এই চক্রের সবাইকে গ্রেফতারে লক্ষ্যে অভিযান অব্যাহত আছে এবং গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে মিরপুর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।