mushfiq-bangladesh-vs--300x199

দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুন: বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর রহিম বলেছেন, ভারত খুব শক্তিশালী প্রতিপক্ষ। তবে তাদের ২০ উইকেট নেয়ার সামর্থ্য আমাদের আছে। তাছাড়া আমাদের ব্যাটসম্যানরা দারুণ ফর্মে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং ঠিকঠাক হলে আমাদের পক্ষে জয় পাওয়াও সম্ভব। তা না হলেও অন্তত ড্র করা উচিত। মঙ্গলবার ফতুল্লা স্টেডিয়ামে টেস্ট-পূর্ব সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

মুশফিকুর রহিম বলেন, ম্যাচ জিততে হলে দলের সবারই কমবেশি ভূমিকা রাখা জরুরি। তবে ব্যাটসম্যানদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে। ফতুল্লার উইকেট ব্যাটসম্যানদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে। কারণ, এই উইকেট সম্পর্কে আমরা এখনো সঠিক ধারণা পাইনি।ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে এর আগে একটিই টেস্ট হয়েছিল। ২০০৬ সালের এপ্রিলের সেই ম্যাচে বাংলাদেশ দারুণ লড়াই করে তিন উইকেটে হেরে গিয়েছিল শক্তিশালী অস্ট্রেলিয়ার কাছে। নয় বছর আগের সেই লড়াইয়ের স্মৃতি নিয়ে একই মাঠে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ।

বুধবার শুরু হতে যাওয়া ম্যাচে বাংলাদেশ দলের বিষয়ে মুশফিক বলেন, ৫ বছর আগের সেই বাংলাদেশ আর নেই। দল হিসেবে বাংলাদেশ বেশ উন্নতি করেছে। ভারতকে হারানোর সামর্থ্যও আমাদের আছে। এখন সুযোগ এসেছে নিজেদের প্রমাণ করার।ভারতের দল প্রসঙ্গে বাংলাদেশ দলের অধিনায়ক যোগ করেন, ভারতের এখন নতুন টেস্ট অধিনায়ক, তাদের দলে অনেক নতুন খেলোয়াড়ও এসেছে। তবু ভারতের এই দলটা বেশ শক্তিশালী। ভারতকে হারাতে হলে আমাদের প্রতটি সেশনেই ভালো খেলতে হবে। একটা সেশন খারাপ খেললেই ম্যাচ হাতছাড়া হয়ে যাওয়ার আশঙ্কা।

শুধু ভারত নয়, তীব্র গরম নিয়েও দুশ্চিন্তায় মুশফিক, এত গরমে ভালো খেলা খুব কঠিন। আমার মনে হচ্ছে, গরম এই ম্যাচে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।এর আগে সাতটি টেস্টে ভারতের মুখোমুখি হয়ে ৬টিতেই হেরে যায় টাইগাররা। একমাত্র ২০০৭ সালে চট্টগ্রামে ড্র করেছিল। যদিও ওই ম্যাচের পুরো একটি দিন ভেসে গিয়েছিল বৃষ্টিতে। এদিকে, বাংলাদেশ ক্রিকেট দলকে হালকাভাবে নিচ্ছে না ভারত। বরং শক্ত প্রতিপক্ষই ভাবছেন কোহলিরা।

প্রায় সাড়ে পাঁচ বছর পর টেস্ট ফরম্যাটে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। বুধবার ফতুল্লার ওই ম্যাচকে সামনে রেখে নিজের অভিমত ব্যক্ত করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। সাংবাদিকদের কোহলি জানান, বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। প্রতিদিনই তারা উন্নতি করছে।অস্ট্রেলিয়ার মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ খেলে ভারত। ওই সিরিজে নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ইনজুরিতে থাকায় প্রথম ম্যাচটি নেতৃত্ব দেন কোহলি।

এরপর দু’ম্যাচ ধোনি নেতৃত্ব দেয়ার পর সিরিজের চতুর্থ ও শেষ টেস্টেও অধিনায়কত্ব করেন কোহলি। কারণ, তৃতীয় ম্যাচের পরই টেস্ট থেকে অবসর নেন ধোনি।তাই বাংলাদেশ সফরে পূর্ণাঙ্গ টেস্ট অধিনায়ক হিসেবেই এসেছেন কোহলি। বাংলাদেশ সফরের একমাত্র টেস্ট নিয়ে নিজের ভাবনাটাও জানিয়েছেন কোহলি, বাংলাদেশ শক্ত প্রতিপক্ষ। প্রতিদিনই তারা উন্নতি করছে। বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেছে তারা।

তিনি বলেন, দলে বেশ কয়েকজন দুর্দান্ত খেলোয়াড় রয়েছে। তামিম-সাকিব-মুশফিকুর- মোমিনুল। এরা দলের প্রধান খেলোয়াড়। এদের নিয়েও আমাদের আলাদা পরিকল্পনা রয়েছে। আশা করছি আমরা ভালো ক্রিকেট খেলতে পারবো এবং নিজেদের সেরাটা ঢেলে দিবো।