দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুন: ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরে দেশটির ২০ সেনা হত্যার ঘটনায় ভারত ও মায়ানমারের সেনাবাহিনী এক যৌথ অভিযান পরিচালনা করছে।মঙ্গলবার বিকেলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ সংবাদ প্রকাশ করে।মনিপুরের সশস্ত্র বিদ্রোহী দমনে ওই অঞ্চলের মায়ানমার সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালিত হচ্ছে।বৃহস্পতিবার সকালে সশস্ত্র বিদ্রোহীরা মণিপুরের চাণ্ডেল জেলায় অতর্কিত হামলা চালিয়ে হত্যা করে ভারতীয় ২০ সেনা সদস্যকে। ওই হামলায় আহত হয় আরও ডজনখানেক সেনা।ভারতীয় সেনাবাহিনীর ডোগরা কমান্ডের ছয়টি গাড়ি ইম্ফল থেকে মতুল যাওয়ার পথে চাণ্ডেলে ওঁৎপেতে থাকা বিদ্রোহীদের অতর্কিত হামলার মুখে পড়ে।
১৯৯৯ সালে পাকিস্তানের সঙ্গে কারগিল যুদ্ধের পর এই প্রথম ভারতীয় সেনাবাহিনী এতোটা ক্ষয়ক্ষতির মুখে পড়লো বলে মনে করছেন অনেকে।এদিকে, ঘটনার দিন সন্ধ্যায় এ হামলার দায় স্বীকার করে নেয় আঞ্চলিক বিদ্রোহী সংগঠন ন্যাশনালিস্ট সোশ্যালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন) ও ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম (উলফা)।