দৈনিকবার্তা-ঢাকা, ০৯ জুন: কাজের সময় বেশি৷ তাই নিয়ে কর্তৃপক্ষ ও কর্মীদের মধ্যে মতভেদ৷ তার জেরে নেপালে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেল কেএফসি ও পিৎজার চারটি বিপণি।
বিবাদের সূত্রপাত ১৩ মে৷ কাজের সময় কম করার দাবি জানায় এই দুই বিপণির কর্মীরা৷ সেই দাবি মেনে নেয়নি কেএফসি ও পিৎজা কর্তৃপক্ষ৷ বিপণি দু’টির ম্যানেজারদের মারধর করার অভিযোগও ওঠে কর্মীদের বিরুদ্ধে৷এরপরই, তা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় এই দুই সংস্থার কর্তৃপক্ষ৷উল্লেখ্য, ২০১০ সালে নেপালে খুলেছিল কেএফসি ও পিৎজার বিপণিগুলি৷
এর আগেও ২০১২ সালে কিছুদিনের জন্য বন্ধ ছিল পিৎজার বিপণিটি৷ সেই সময়, বিপণির ম্যানেজারের উপর হামলার অভিযোগ ওঠে কর্মীদের বিরুদ্ধে৷ আর তিন বছর ফের মালিক-শ্রমিক বিবাদের জেরে বন্ধ হয়ে গেল দু’টি সংস্থারই বিপণি৷