Mirza-Fakhrul-Islam-Alamgir

দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুন: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি ইকবাল কবির এর সম্বনয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সোমবার এ বিষয়ে দায়ের করা এক আবেদনের শুনানি করে এ আদেশ দেন।সোমবার ফখরুলের পক্ষে এ আবেদনটি দায়ের করেন তার স্ত্রী রাহাত আরা বেগম। আবেদনে চিকিৎসার জন্য ফখরুলকে হাসপাতালে ভর্তির নির্দেশনা চাওয়া হয়।এ আদেশের পাশাপাশি আদালত রুলও জারি করেন।

রুলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন।চার সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজি, ঢাকা জেলা পশাসক, ডিআইজি (প্রিজন), কাশিমপুর কারাগারের জেলারকে রুলের জবাব দিতে বলা হয়েছে।আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার একেএম এহসানুর রহমান। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন, অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম।

পরে আদালত থেকে বেরিয়ে এহসানুর রহমান লেন, ফখরুল সাহেবের চিকিৎসার নির্দেশনা চেয়ে তার স্ত্রীর পক্ষে আমরা আবেদনটি করেছিলাম। শুনাননি শেষে আজ আদালত এ আদেশ দেন।ফখরুলের আরেক আইনজীবী অ্যাডভোকেট সগীর হোসেন লিওন বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হার্টে রিং পড়ানো আছে। তার হার্টে ৮০ভাগ ব্লগ হয়ে গেছে। তিনি বলেন, ফখরুলের বিরুদ্ধে নাশকতার অভিযোগ এনে মোট ৭টি মামলা দায়ের করেছে সরকার। সে ৭টি মামলার এক মামলায় তিনি জামিনে আছেন, ৩টিতে রুল জারি করেছেন হাইকোর্ট। আর তিন মামলায় জামিনের জন্য ফখরুলের এ আইনজীবী হাইকোর্টে আবেদন করবেন বলে জানিয়েছেন।

উল্লেখ্য,গত ৬ জানুয়ারি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে বিএনপির এই নেতাকে গ্রেফতার করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর থেকে তিনি কারাগারে আটক আছেন। সে সময় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে বলা হয়েছিলো মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাই তাকে গ্রেফতার করেছে পুলিশ।