BNP-Logo

দৈনিকবার্তা-ঢাকা, ৯ জুন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে বহুল প্রত্যাশিত তিস্তা পানি বন্টন চুক্তি না হওয়ায় সরকারকে দায়ী করেছে বিএনপি।মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে দলের মূখপাত্র ড: আসাদুজ্জামান রিপন বলেন, সরকারের ব্যর্থতায় তিস্তা চুক্তি হয়নি। এই চুক্তি না হওয়ায় জাতি হতাশ হয়েছে।দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে যেসব চুক্তি হয়েছে সেগুলোর বিষয়বস্তু জনগণের সামনে প্রকাশ করার দাবি জানিয়ে রিপন বলেন, ভারতের প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশের সঙ্গে ২২টির মতো চুক্তি হয়েছে বলে গণমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছি। তবে সেই চুক্তিতে কী আছে বিএনপি এবং দেশের সাধারণ মানুষ জানে না।

তাই স্বচ্ছতার জন্য এগুলো জনস্মুখে প্রকাশ করার উচিত।তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়োজন এ কথা বলা হয়েছে। অবাধ ও সুষ্ঠু ভোট হলে সরকার নির্বাচিত হতে পারবে না জেনে নির্বাচনী প্রক্রিয়াকে তছনছ করে দিয়েছে।সরকার বিরোধী দলকে শত্রু মনে করে। বিরোধী দলের নেতা-কর্মীদের মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিয়ে নির্যাতন করছে।পবিত্র রমজান মাসের আগে দলের শীর্ষ নেতাসহ সব পর্যায়ের নেতা-কর্মীদের মুক্তির দাবি জানিয়ে তিনি বলেন, সরকার দমন-পীড়নের নীতি অবলম্বন করেছে। বিএনপির নেতা-কর্মীরা কোনো সহিংসতার সঙ্গে জড়িত নয়।

রিপন বলেন, যে কোনো ইস্যু নিয়ে সরকারের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত আছে বিএনপি। বহির্বিশ্ব চায় বিএনপির সঙ্গে ক্ষমতাসীন আওয়ামী লীগ আলোচনায় বসুক।আলোচনার মাধ্যমেই এই দুটি বড় রাজনৈতিক দল দেশের জনগণের মধ্যে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠিত করতে সক্ষম হবে। তাই বিএনপি বার বার সরকারকে আলোচনার জন্য আহ্বান জানিয়েছে। কিন্তু ক্ষমতাসীনরা বিএনপির সেই আহ্বানে ছাড়া দেয়নি।তিনি বলেন, তিস্তা চুক্তি না হওয়ায় বিএনপি আশাহত হয়েছে। মোদির দুই দিনের সফরে বাংলাদেশের সঙ্গে ২২টি চুক্তি হয়েছে। কিন্তু চুক্তিগুলো কী বিষয়ে হয়েছে বিএনপি ও জনগণ তা জানেন না।

আশা করি সরকার চুক্তির বিষয়গুলো জনগণকে জানাবেন।আসন্ন পবিত্র রমজানের আগে বিএনপির শীর্ষ নেতাসহ সব নেতাকর্মীর মুক্তির দাবি জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, সরকার দমন-পীড়নের নীতি অবলম্বন করেছে। বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না। বিএনপির নেতাকর্মীরা কোনো সহিংসতার সঙ্গে জড়িত নয়।সরকারের আজ্ঞাবহ প্রশাসন দিয়ে, মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের কারাগারে নিয়ে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বিএনপির এ নেতা বলেন,ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন হয়। বর্তমান সরকার জানে, ভোট হলে তারা নির্বাচিত হতে পারবে না।তাই তারা নির্বাচনী প্রক্রয়াকে তছনছ করে দিয়েছে।বাংলাদেশের রাজনৈতিক বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর কাছে বলা ঠিক হয়েছে কি-না? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে রিপন বলেন, বাংলাদেশে গণতন্ত্র অনুপস্থিত। গণতন্ত্র পুনরুদ্ধার প্রয়োজন, মোদির কাছে এ কথা বলা হয়েছে।সংবাদ সম্মেলনে বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম,কেন্দ্রীয় নেতাহাবিবুর রহমান হাবিব,যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ উপস্থিত ছিলেন।