Gournadi..Photo..09.06.15 (1)

দৈনিকবার্তা-গৌরনদী (বরিশাল), ০৯ জুন: উপজেলা পর্যায়ে উদ্যোক্তা উন্নয়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে৷ জেলার গৌরনদী উপজেলা যুবউন্নয়ন অধিদপ্তর’র আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদ হাসান পাটোয়ারীর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এইচ.এম জয়নাল আবেদীন৷ বিশেষ অতিথি ছিলেন জেলা যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারি উপ-পরিচালক মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শেখ জহিরুল উদ্দিন আহম্মদ৷ বক্তব্য রাখেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দিন, অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভেলপমেন্ট (ওএসডি)’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সমাজ কল্যাণ প্রচেষ্টার নির্বাহী পরিচালক সাঈদ বীন ভূইয়া, ডিএইচডিও’র নির্বাহী পরিচালক মোঃ লোকমান হোসেন রাজু প্রমূখ৷ প্রশিক্ষণ কর্মশালায় উপজেলার ৪০জন নারী-পুরুষ অংশগ্রহণ করেন৷