দৈনিকবার্তা-গাজীপুর, ০৯ জুন: গাজীপুরে জেলা প্রশাসকের বাসভবনের পরিত্যাক্ত গার্ড রম্নম অপসারনের সময় ছাদের নীচে চাপা পড়ে মঙ্গলবার এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে৷ আনুমানিক ৪০ বছর বয়সের নিহত ওই শ্রমিকের পরিচয় পাওয়া যায়নি৷
গাজীপুর গণপূর্ত উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী স্বপন চাকমা জানান, গাজীপুর গত কয়েকদিন ধরে গাজীপুর শহরস্থিত জেলা প্রশাসকের সরকারী বাস ভবনের (ডিসি’র বাংলো) সীমানা প্রাচীর পূনঃনির্মাণ ও অভ্যনত্মরে বাসভবনের পেছনে পরিত্যাক্ত একটি সিকিউরিটি গার্ড রম্নম (সেন্ট্রি পোষ্ট) অপসারনের কাজ করছিল গাজীপুর গণপূর্ত বিভাগ৷ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে কয়েকজন নির্মাণ শ্রমিক ওই গার্ড রম্নমের ছাদটি অপসারণ করার জন্য ভাঙ্গার কাজ শুরম্ন করে৷ এ সময় উপর থেকে বিচ্ছিন্ন হয়ে ছাদটি একপাশে নীচে পড়ে যায়৷ এতে ওই ছাদের নীচে চাপা পড়ে এক নির্মাণ শ্রমিক৷ খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে ওই শ্রমিককে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন৷ নিহত নির্মাণ শ্রমিকের নাম পরিচয় পাওয়া যায়নি৷ স্থানীয় বাজার থেকে ওই শ্রমিককে আনা হয়েছিল৷ ধারণা করা হচ্ছে, তার অনভিজ্ঞতার কারনে এ দূর্ঘটনা ঘটেছে৷
এব্যাপারে গাজীপুর জেলা প্রশাসক মোঃ নুরম্নল ইসলাম বলেন, এটি একটি দূর্ঘটনা৷ নিহতের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে৷ জেলা প্রশাসনের পৰ থেকে দাফন কাফনসহ নিহতের পরিবারকে মানবিক বিবেবচনায় পুনর্বাসনের সব রকম সহযোগিতা প্রদান করা হবে৷